দলের ভেতরে চাঁদাবাজ, গডফাদারদের কোনো ছাড় নয় — মোস্তফা জামান
মোঃ শাহজালাল সুমন:
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন,দলের ভেতরে চাঁদাবাজ,গডফাদার বা কোনো অন্যায়কারীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, দলের প্রতিটি নেতাকর্মীকে দুর্নীতি, লোভ-লালসা ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তাহলেই বিএনপি আরও শক্তিশালী ও জনবান্ধব সংগঠনে পরিণত হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আশকোনা বাজার এলাকায় দক্ষিণখান থানা মহিলাদল আয়োজিত নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মোস্তফা জামান তার বক্তব্যে আরও বলেন,যদি কখনো আমার কোনো অন্যায়, অনিয়ম বা স্বার্থপর আচরণ চোখে পড়ে,তাহলে আপনারা আমার বিরুদ্ধেও আওয়াজ তুলবেন যেন আমি নিজেকে শুধরে নিতে পারি। দলের স্বার্থে কেউই আইনের ঊর্ধ্বে নয়। তিনি বলেন,আমাদের মধ্যে কেউ ভাইয়ের লোক, কারো অনুসারী বা গ্রুপভিত্তিক রাজনীতি করলে চলবে না। আমরা সবাই একটাই পরিবারের— শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি পরিবারের সদস্য। তাই স্লোগান দিতে হলে জিয়া পরিবার ও তারেক রহমানের নামে দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। তিনি বলেন আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, কেউ এই ঐক্য ভাঙতে পারবে না। জাতি খারাপ মানুষদের বেশি চেনে,ভালো মানুষদের কম চেনে— কিন্তু এখন সময় এসেছে ভালো মানুষদের সামনে আনার। নির্বাচন খুবই কাছে এখন থেকে আমাদের সঠিক ও ভালো কাজ করতে হবে। সবার সঙ্গে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা মহিলাদলের সভানেত্রী জাকিয়া সুলতানা পান্নার সভাপতিত্বে এবং বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক শিকদার এর সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার,দক্ষিনখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দীন সাগর,বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম ডিলার,৪৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি শরিফ,বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ সস বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারী ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বিএনপি নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নারীর ভূমিকা এবং আসন্ন নির্বাচনে দলের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা নারী সমাজকে রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।