মোঃ আব্দুল কাদের ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (১০আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাব ত্রিশাল ও ত্রিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও নিউজ ২১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসান জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আনোয়ার,রঙধনু টিভির সম্পাদক ও প্রকাশক আনোয়ার সাদাত জাহাঙ্গীর।
আরও পড়ুনঃ ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনপিএস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি এটিএম মনিরুজ্জামান,ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান কিরণ আকন্দ,ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরাজি,
জাগ্রত টিভির চেয়ারম্যান সোহেল রানা, ময়মনসিংহ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান রাব্বানী,কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের সাবেক সভাপতি শরীফ সাবের মনির,মৈত্রী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ জামান,আইবিএম টিভির নিউজ এডিটর জান্নাতুল ফারুকি,বিএমএফ টিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।
ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সাধারণ সম্পাদক আনম তারেক হাসান বাবু সরকার। এছাড়াও উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সাংবাদিকবৃন্দ, ত্রিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ,সুধীজন মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ আজ সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখনই সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন তখনই সাংবাদিকদের হামলা-মামলা, হুমকি ও হত্যার শিকার হতে হয়। গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সেটি নতুন নয়।
এর আগে আনোয়ার হোসেন নামে আরেক সাংবাদিককে পুলিশের সামনেই হাত-পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসী বাহিনী।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা, হুমকী ও হত্যার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন সাংবাদিকরা।
বক্তব্যে তুহিন হত্যার সাথে সাংবাদিক সাগর, রুনিসহ দেশের সকল সাংবাদিকদের উপর হামলা-মামলা ও হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সারাদেশের সাংবাদিক মিলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.