শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

ত্যাগের দীপ্তি- আসাদুজ্জামান খান মুকুল

রিপোর্টার নাম
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
ত্যাগের দীপ্তি আসাদুজ্জামান খান মুকুল

 

ত্যাগের দীপ্তি-
আসাদুজ্জামান খান মুকুল

সূর্য ওঠে ধীর পায়ে, ঈদুল আজহার প্রথম ভোরের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ে পৃথিবীর আকাশে। বাতাসে দোলায়িত হয় এক অনন্য ঘ্রাণ—যা সংসারজীবনের ক্লান্তি ভুলিয়ে দিয়ে এনে দেয় এক পবিত্র অনুভব। ঈদুল আজহার এই সকাল কেবল উৎসবের নয়, এটি এক আত্মশুদ্ধির আহ্বান। এক নিঃস্বার্থ আত্মত্যাগের পথরেখা। মুসলিম উম্মাহ এই দিনে স্মরণ করে স্রষ্টার প্রতি গভীর প্রেম ও আনুগত্যের পরাকাষ্ঠা।

এই দিবসটির শিকড় গাঁথা আছে ইব্রাহিম (আ.)-এর ত্যাগের অনুপম কাহিনিতে। আল্লাহর নির্দেশে পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে প্রস্তুত হয়ে তিনি উত্তীর্ণ হয়েছিলেন ঈমান ও ত্যাগের এক কঠিন পরীক্ষায়। মহান আল্লাহ তাঁর এই বিশ্বাস ও আনুগত্য কবুল করে পুত্রের পরিবর্তে পাঠিয়েছেন একটি পশু। এই ঐতিহাসিক মুহূর্তই আজকে কোরবানির প্রতীক। এটি নিছক পশু জবাই নয়, বরং আত্মপ্রবঞ্চনার শিকড় ছিন্ন করে নিঃস্বার্থ আত্মসমর্পণের প্রতীক।

কিন্তু, প্রশ্ন জাগে, আজকের সমাজে এই আত্মীক বার্তাটি কতটুকু আমরা ধারণ করতে পেরেছি ? কোরবানি কি কেবল পশু কেনা, জবাই ও মাংস বণ্টনের মধ্যেই সীমাবদ্ধ? নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর মানবিক আহ্বান?

আধুনিক সমাজে কোরবানি হচ্ছে সামাজিক সমতার এক অনুপম উদাহরণ। ঈদের দিনে ধনী-গরিব, শ্রেণি-বর্ণ নির্বিশেষে সকলে এক হয়ে যান একই মানবিক বন্ধনে। যখন গরিব মানুষের ঘরে পৌঁছে যায় কোরবানির মাংস, তখন সেই হাসিমাখা মুখগুলোয় প্রতিফলিত হয় কোরবানির আসল সৌন্দর্য। পাড়ায় পাড়ায় যখন ভাগকরে নেয় নিজেদের প্রাপ্তি, তখন এই উৎসব ছড়িয়ে পড়ে হৃদয়ে হৃদয়ে।

দুঃখজনক হলেও সত্য, অনেকেই আজ কোরবানিকে বাহ্যিক আড়ম্বর আর সামাজিক গৌরবের প্রদর্শনীতে সীমাবদ্ধ করে ফেলেছেন।
উন্নত জাতের বড়সড় পশু ক্রয়, দামি সাজসজ্জা, সামাজিক মিডিয়ায় ছবি পোস্ট করে গৌরব প্রকাশ, এসবের মধ্যে কোথাও যেন হারিয়ে যাচ্ছে কোরবানির প্রকৃত শিক্ষা। অথচ এর মূল কথা হলো অন্তরের অহং ত্যাগ, নিজের ভোগ-বাসনা বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানো। হজরত ইব্রাহিম (আ.) আমাদের দিয়ে গেছেন এমন এক চেতনাবোধ, যা যুগে যুগে প্রতিটি মানুষের হৃদয়ে প্রবাহিত হয় ।

এই চেতনা শুধুই ধর্মীয় নয়, এটি সর্বজনীন এক মানবিকতা। একটি দিনে আমরা যদি অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি, তবে সেখানেই নিহিত থাকে কোরবানি প্রকৃত সফলতা। বিশেষত এমন একটি সময়ে, যখন সমাজে ধনী – গরীবের ব্যবধান ক্রমেই বাড়ছে, তখন এই উৎসব হতে পারে আলোর দিশারী।

এ ছাড়া পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার দিকেও আমাদের ভাবতে হবে । কোরবানির পশু ক্রয়, সংরক্ষণ, জবাই ও বর্জ্য ব্যবস্থাপনায় এখন কিছুটা হলেও সচেতনতা বেড়েছে, তা প্রশংসনীয়। তবে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে, কারণ ধর্মীয় উৎসবের সৌন্দর্য যেন কোনোভাবেই নাগরিক জীবনের জন্য কষ্টকর না হয়। পরিচ্ছন্নতা, পরিবেশ বান্ধবতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রেখেই আমরা ঈদের সত্যিকারের সৌন্দর্য রক্ষা করতে পারি।

এখনও দেশের প্রত্যন্ত অঞ্চলে ঈদের দিন ভিন্নরকম এক আবেগে ভরে ওঠে মানুষের হৃদয়। বাড়ির উঠোনে গরু বাঁধা, সকালবেলা পাঞ্জাবি পরে মসজিদে যাওয়া, ইমাম সাহেবের খুতবা শুনে নামাজ আদায়, পশু জবাই করা—এসব কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এ যেন এক পারিবারিক ও সামাজিক ঐক্যের এক অনন্য নিদর্শন। যারা প্রবাসে আছেন, তাদের জন্য এই স্মৃতিগুলো আরও আবেগময় হয়ে ওঠে।

শিশুদের চোখে ঈদ মানে এক অনন্য উচ্ছাস। নতুন জামা, পায়ে নতুন জুতো, আর চারপাশে উৎসবের গন্ধ। কিন্তু এই শিশুদের মধ্যেই অনেকে আছে, যারা হয়তো পিতৃ- মাতৃহীন, কিংবা পথশিশু—তাদের মুখেও যদি এই দিনে একটুখানি হাসি ফোটানো যায়, তাহলেই কোরবানির আসল সৌন্দর্য স্পর্শ করে আমাদের হৃদয়কে।

আল কোরআন এই উৎসবের মধ্য দিয়ে আমাদের স্মরণ করিয়ে দেয়—আল্লাহর নিকট পশুর রক্ত নয়, দরকার আমাদের তাকওয়া বা স্রষ্টাভীতি। কোরআনের ভাষায়: “তাদের মাংস বা রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া।” অর্থাৎ, বাহ্যিক আয়োজনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের অন্তরের পবিত্রতা ও আল্লাহ ভীতি।

এই শিক্ষা শুধু ঈদের দিনেই নয়, বরং ইহা হৃদয়ে ধারণ করে আমাদের ব্যক্তি জীবন ও সমাজকে সুন্দর করে তোলা । কোরবানির শিক্ষা হোক আত্মসংযমের, ভোগবাদ থেকে মুক্তির। আধুনিক জীবনে যখন সবাই দৌঁড়াচ্ছে নিজস্ব চাহিদার পেছনে, সেখানে এই উৎসব একটি বিরতি স্বরূপ, যেখানে আমরা ভাবি, আমরা কাকে, কিসের জন্য ভালোবাসি? নিজেকে না স্রষ্টাকে? নিজের স্বার্থ না অন্যের কল্যাণকে?

আজকের দুনিয়ায় যখন হিংসা, বৈষম্য, স্বার্থপরতা ছড়িয়ে পড়ছে, তখন কোরবানির ঈদ আমাদের শেখায় নিঃস্বার্থ প্রেম, সহনশীলতা ও পরম ত্যাগের আদর্শ। হজরত ইব্রাহিম (আ.)-এর চোখে জল ছিল না–ছিল ঈমানের অটল বিশ্বাস। তাঁর পুত্রও ছিলেন ত্যাগে অবিচল। এই আখ্যান আমাদের স্মরণ করায়, পরিবার, সমাজ ও মানবজাতির বৃহত্তর কল্যাণেই আত্মত্যাগেই আমাদের প্রকৃত দায়িত্ব।

ঈদুল আজহার আনন্দ তাই কেবল রঙিন জামা বা সুস্বাদু খাবারে সীমাবদ্ধ নয়; এটি এক আত্মজাগরণের উৎসব, একটি চেতনার উৎসব। যা মুসলিম সমাজকে আহ্বান জানায়, সত্য ত্যাগ ও তাকওয়ার প্রতি ফিরে যাওয়ার। হোক প্রতিটি হৃদয়ে হজরত ইব্রাহিম (আঃ) এর নিষ্ঠাবান বিশ্বাস, আর প্রতিটি সংসারে ছড়িয়ে পড়ুক হজরত ইসমাইল (আ.)-এর মতো বিনয় ও আনুগত্য।

কোরবানির পশু হয়তো কিছু সময়ের জন্য আমাদের ঘরে থাকে, কিন্তু তাদের উপস্থিতি যেন স্থায়ী করে দেয় আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা,মমতা আর সহানুভূতির বোধ। কারণ কোরবানির চেয়ে বড় কোরবানি হলো আমাদের অহংকার, লোভ, হিংসা, প্রতিহিংসাকে ত্যাগ করা। আমরা যদি তা পারি,তবেই এই উৎসব প্রকৃত অর্থে সফল হবে।

এই ঈদ আসুক আত্মাকে স্পর্শ করতে, হৃদয়কে নির্মল করতে, সমাজকে ঐক্যবদ্ধ করতে। ঈদ যেন না হয় কেবল আনুষ্ঠানিকতা—বরং হোক আত্মিক উজ্জ্বলতার এক দীপ্ত উৎসব, যেখানে কোরবানির রক্ত নয়, বরং তার শিক্ষা প্রবাহিত হোক আমাদের জীবনের প্রতিটি স্রোতে।


এই বিভাগের আরও খবর