শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনাঃ
বৃহস্পতিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়,ডুমুরিয়া,খুলনার আয়োজনে সমাজসেবা অধিদফতরাধীন ক্ষৃদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনবি অনিন্দিতা রায়,পরিচালক(উপসচিব),বিভাগীয় সমাজসেবা কার্যালয়,খুলনা,সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আল- আমিন,জেলা সমাজসেবা কার্যালয়,খুলনার সহকারী পরিচালক জনাব মোঃ আইনাল হক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়,খুলনার উপপরিচালক জনাব কানিজ মোস্তফা।উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান,উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাশ ও সমাজসেবার বিভিন্ন প্রকল্প গ্রামের গ্রাম কমিটির সভাপতি ,কর্মদলের নেতা ও মাতৃকেন্দ্রের ঋণ গ্রহীতা,প্রতিবন্ধী ঋণ গ্রহীতা ও ইউনিয়ন সমাজকর্মীগণ উপন্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ২৭ তম ওযুখানা উদ্বোধন করলেন ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ফারুক হাসান
অপরাহ্ণে সমাজসেবার বিভিন্ন প্রকল্পগ্রামের ঋণ গ্রহীতাগণের মধ্যে ক্ষুদ্রঋণের চেকবিতরণ ও ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানার মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা সমাজসেবা কার্যালয়,ডুমুরিয়ার পক্ষ থেকে আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আল-আমিন এ সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অনিন্দিতা রায়,পরিচালক(উপসচিব),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কানিজ মোস্তফা,উপপরিচালক ,জেলা সমাজসেবা কার্যালয়,খুলনা ও মোঃ আইনাল হক,সহকারী পরিচালক। উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস এর সঞ্চালনায় ৫ টি প্রকল্প গ্রামের ৫৪ জন ঋণগ্রহীতার মাঝে ২১ লক্ষ ১৫ হাজার টাকা ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।
এছাড়া নিবন্ধনকৃত ১২ টি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানার মাঝে ১৫ লক্ষ ৭২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।