শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

ডুমুরিয়ায় সমাজসেবা অধিদফতরাধীন ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনাঃ
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনাঃ

বৃহস্পতিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে উপ‌জেলা সমাজ‌সেবা কার্যালয়,ডুমু‌রিয়া,খুলন‌ার আয়োজ‌নে সমাজ‌সেবা অ‌ধিদফতরাধীন ক্ষৃদ্রঋণ কার্যক্রম বাস্তবায়‌নে বিদ‌্যমান সমস‌্যা ও করণীয় বিষ‌য়ে সে‌মিনা‌র অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

উক্ত সে‌মিনা‌রে প্রধান আলোচক হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন জন‌বি অনি‌ন্দিতা রায়,প‌রিচালক(উপস‌চিব),বিভাগীয় সমাজ‌সেবা কার্যালয়,খুলনা,সম্মা‌নিত আলোচক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জনাব মুহাম্মদ আল- আমিন,জেলা সমাজ‌সেবা কার্যালয়,খুলনার সহকারী প‌রিচালক জনাব মোঃ আইনাল হক।

মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন জেলা সমাজ‌সেবা কার্যালয়,খুলনার উপপ‌রিচালক জনাব কা‌নিজ মোস্তফা।উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান,উপজেলা পল্লী দারিদ্র বি‌মোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাশ ও সমাজ‌সেবার বি‌ভিন্ন প্রকল্প গ্রা‌মের গ্রাম ক‌মি‌টির সভাপ‌তি ,কর্মদ‌লের নেতা ও মাতৃ‌কে‌ন্দ্রের ঋণ গ্রহীতা,প্রতিবন্ধী ঋণ গ্রহীতা ও ইউনিয়ন সমাজকর্মীগণ উপ‌ন্থিত ছি‌লেন।

আরও পড়ুনঃ ২৭ তম ওযুখানা উদ্বোধন করলেন ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ফারুক হাসান

অপরা‌হ্ণে সমাজ‌সেবার ‌বি‌ভিন্ন প্রকল্পগ্রা‌মের ঋণ গ্রহীতাগণের ম‌ধ্যে ক্ষুদ্রঋণের চেক‌বিতরণ ও ক‌্যা‌পি‌টেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকা‌রি এতিমখানার ম‌ধ্যে চেক বিতরণ অনুষ্ঠান উপ‌জেলা সমাজ‌সেবা কার্যালয়,ডুমু‌রিয়ার পক্ষ থে‌কে আয়োজন করা হয়।উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জনাব মুহাম্মদ আল-আমিন এ সভাপ‌তি‌ত্বে উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত‌ ছি‌লেন জনাব অ‌নি‌ন্দিতা রায়,প‌রিচালক(উপস‌চিব),

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব কা‌নিজ মোস্তফা,উপপ‌রিচালক ,জেলা সমাজ‌সেবা কার্যালয়,খুলনা ও মোঃ আইনাল হক,সহকারী প‌রিচালক। উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ফিসার সুব্রত‌ বিশ্বাস এর সঞ্চালনায় ৫ টি প্রকল্প গ্রা‌মের ৫৪ জন ঋণগ্রহীতার মা‌ঝে ২১ লক্ষ ১৫ হাজার টাকা ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।

এছাড়া নিবন্ধনকৃত ১২ টি ক‌্যা‌পি‌টেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকা‌রি এতিমখানার মা‌ঝে ১৫ লক্ষ ৭২ হাজার টাকার অনুদা‌নের‌ চেক বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর