শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনাঃ
ডুমুরিয়ায় ধষর্ণের পর রেবেকার খুনী গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের দরিদ্র ও অসহায় বেবেকা বেগম (৩৭) কে ধষর্ণের পর হত্যাকারিকে গত ১ মাসেও পুলিশ গ্রেফতার করতে পারেনি।
ধর্ষক ও খুনী উপজেলার বান্দা গ্রামের প্রদ্যুত বিশ্বাসকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় এনে ফাসির দাবি জানিয়েছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে স্থানীয় এলাকাবাসী কোমলপুর ও গুটুদিয়ার সংযোগস্থল গাজীর মোড়ে প্রতিবাদ সভা ও মানব বন্ধন করেছেন।
মোঃ শহিদুল ইসলাম মোড়ল কর্মসূচিতে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তারা ক্ষুব্ধতা প্রকাশ করে বলেন, বান্দা গ্রামের জনৈক রনি বিশ্বাস রেবেকার সাথে প্রেমের ফাদে ফেলে ধর্ষণ করে। ঘটনা জানাজানির ভয়ে ও ধাপাচাপা দিতে হত্যা করে।
গত ২২জুন প্রদ্যৎ বিশ্বাসের মাছের ঘের থেকে থানা পুলিশ রেবেকার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রেবেকার বোন পারুল বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ মামলার একমাত্র আসামী প্রদ্যুৎকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় স্থানীয়রা ক্ষুব্ধতা প্রকাশ করেন।
আরও পড়ুনঃ শুটার মান্নান-হৃদয় সমর্থকদের সশস্ত্র মহড়া, গুলিবিদ্ধ ৩
সমাবেশে সংহতি জানায় সেরকারি সংস্থা নিজেরা করির নেতৃবৃন্দ।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গুটুদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস,
বাংলাদেশ জামায়েত ইসলামীর গুটুদিয়া ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ আল আজাদ, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক নিত্যনন্দন মন্ডল,
নিজেরা করি খুলনা বিভাগের সভাপতি পবিত্র চন্দ্র সরকার, রেবেকা হত্যার কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন মোনায়েম,জি, এম ,সাইফুল ইসলাম, বি এন পির নেতা পরিতোষ বালা, বি এন পির নেতা জিয়াউর রহমান জীবন, সাবেক ইউপি সদস্য জিল্লুর রহমান, বি এন পির নেতা ম মাষ্টার শফিকুল ইসলাম,ইউ পি সদস্য পিতিষ , রঞ্জন বালা, লোকেশ কবিরাজ, রিংকু প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি মানব বন্ধন কর্মসূচী পালিত হচ্ছে।২২জুন ২০২৫ রাতে গুটুদিয়া বান্দা গ্রামের একটি গাছের ঘেরে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
ভূমিহীন সংগঠন ও নিজেরা করি সংগঠনের নেতা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন বিএনপির নেতা মাহবুবুর রহমান পিকুল, ২৪ঘন্টার ভিতরে খুনি প্রদ্যুৎকে গ্রেপ্তারের দাবি জানান।