সাংবাদিক মোহাম্মদ আলমঃ
টেকনাফ উপকূলের বাগঘোনা ঘাটের সভাপতি মোঃ হানিফকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সাংবাদিক মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে বাগঘোনা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হানিফ দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক হানিফের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হতে পারে।
উল্লেখ্য, টেকনাফ উপকূল অঞ্চলটি দীর্ঘদিন ধরেই মাদক পাচারের জন্য আলোচিত। প্রশাসনের ধারাবাহিক অভিযানে মাঝে মাঝে বড় ধরনের চালান ধরা পড়লেও পুরো চক্র এখনও নির্মূল হয়নি।