বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনমঃ
অতিবৃষ্টির ফলে ৫০টি পরিবার পানিবন্ধি হওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব পানছড়িতে লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত আদালতের ২০০৮ সালের রায়কে পুঁজি করে ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে বিমূঢ় দুটি মুখ “ —- হিলারী হিটলার আভী মায়ের হাসি- সাঈদুর রহমান লিটন যুদ্ধ তোমাকে কি দিবে- জাহাঙ্গীর চৌধুরী সন্ধ্যারেখা – নবাব শাহজাদা বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস  ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ. খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মহালছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জলাবদ্ধতা নিরাসনে সরজমিনে পরিদর্শন করেন

জুলাই সনদের কোন সাংবিধানিক এবং আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না

রিপোর্টার নাম
পাবলিশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫

লেখক সাংবাদিক আনোয়ার হোসেনঃ

বিএনপির “RAW ‎‎সালাহউদ্দিন” বলেছেন, জুলাই সনদের কোন সাংবিধানিক এবং আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। রাজনীতিতে আবেগের কোন স্থান নাই।

🔴 জুলাই সনদকে সংবিধানে এড করতে বিএনপি রাজি না।

⭕ ‎মানে, জুলাই আন্দোলনের কোন আইনি স্বীকৃতি ওরা দেবে না।

📍 ‎ভবিষ্যতে পুলিশ হত্যার দায়ে বিপ্লবীদের ফাঁসির পথ উন্মুক্ত হলো।

📌 ‎জুলাই হয়ে গেল শুধুই এক আবেগ, যেই আবেগের এখন কোন জায়গা সংবিধানে হবে না।

‎আবেগই বটে।

‎আবেগ ছাড়া কেউ খালি হাতে হাসিনার গুলির সামনে বুক পেতে দেয়?

আরও পড়ুনঃ যশোরের শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ‍্যালয়ে শীর্ষকমত বিনিময় সভা অনুষ্ঠিত

‎আবেগী না হয়ে লজিক্যাল হলে বরং দেশের বাইরে পালাইয়া থাকত। বলত,এই আন্দোলনের সাথে আমাদের কোন সম্পর্ক নাই।

‎আবেগই বটে!!

‎আবেগী না হলে মরার ভয় থাকত, ২৮ অক্টোবর এর মত ১০ মিনিটে পুলিশের ভয়ে সব পালাইত।

‎আবেগী বলেই তো হাসিনার পুলিশকে বলতে হয়েছিল, একটা গুলি করি,একটা মরে, একটাই যায় স্যার, বাকিডি যায় না।

‎এই ছেলেমেয়েরা যখন ঝাকে ঝাকে প্রান দিয়েছে, তখন সালাহউদ্দিনরা নিষেধ করে নাই। বরং তাল দিয়েছে।
‎আরও পড়ুনঃ যশোরের শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ‍্যালয়ে শীর্ষকমত বিনিময় সভা অনুষ্ঠিত
‎এখন কাজ শেষ। এখন ক্ষমতার পথ উন্মুক্ত।এখন জুলাই হয়ে গেছে আবেগ। এখন নাকি রাজনীতিতে আবেগের কোন স্থান নাই।

‎অথচ এই আবেগ ছিল না বলেই ১৭ বছর আওয়ামী লীগের বা* ছিড়তে পারে নাই।

‎পোলাপানের লাশের উপর দিয়ে ক্ষমতা পাবে,এখন পোলাপান হয়ে গেছে আবেগ।

‎সালাহউদ্দীন আহমেদদের কথা শুনে যদি সত্যিই জুলাইকে আবেগ বিবেচনা করে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে এই দেশ আর জুলাইয়ের দেশ থাকবে না।

‎এই দেশ হবে সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের দেশ।

‎এই দেশকে নিজের দেশ ভেবে আর কোনদিন কেউ রক্ত দিয়েন না।

‎কারণ আপনার রক্ত ওদের কাছে শুধুই আবেগ, এই রক্ত নিয়ে ওরা ক্ষমতায় যাবে,বাট আপনার রক্তের স্বীকৃতি দেবে না কোনদিন।

‎আমার আপনার রক্ত নেওয়ার সময় ঠিকই নেবে। তখন নিজেরা বিদেশে বইসা সব রকমে তাল দিবে।

‎এরপর আপনি আবেগে পড়ে রক্ত দেবেন।

‎এরপর এরা দাঁত কেলাইয়া বলবে, এসব আবেগ।রাজনীতিতে আবেগের কোন জায়গা নাই।

‎এভাবেই এ দেশে ৭১ এর রক্ত বিক্রি হয়েছিল।

‎এভাবেই এবার ২৪ এর রক্তও বিক্রির পথেই এগোচ্ছে।

‎৭১ এর তাও সাংবিধানিক স্বীকৃতি ছিল।

‎২৪ এর সম্ভবত এরা ওইটুকুও রাখতে দেবে না।

‎কাদের জন্য রক্ত দিল ২০০০ মানুষ?


এই বিভাগের আরও খবর