নিজস্ব প্রতিনিধিঃ
গত বছরের জুলাই কোনো ষড়যন্ত্র নয়, এ দেশের বঞ্চিত জনগণের ন্যায্য অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের মাস। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, সংবিধান লঙ্ঘন করেছে, মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে, তারাই আজ জনগণের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিচ্ছে।
যে দেশে জনগণের ভোটাধিকার থাকে না, সেখানে জনগণই তাদের অধিকার আদায়ে রাস্তায় নামে। সেই অধিকার আদায়ের লড়াইকে জঙ্গিবাদ বা ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার চেষ্টা জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছু নয়।
জুলাইয়ের আন্দোলন ছিল: ✅ জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবি,
✅ গুম-খুন-দমন-পীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার ডাক,
✅ অবৈধ দখলদারদের হাত থেকে দেশ রক্ষার শপথ।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশের মালিক জনগণ। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, তারাই প্রকৃত ষড়যন্ত্রকারী। জনগণের ন্যায্য আন্দোলন কোনো ষড়যন্ত্র নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই লড়াই চলবে, চলবেই।
দেশের মাটি ও মানুষের অধিকার রক্ষার জন্য সব সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যেতে হবে। যারা মিথ্যা আখ্যা দিয়ে ইতিহাস বিকৃত করছে, তারা জনগণের আদালতে একদিন বিচার পাবে ইনশাল্লাহ।
বাংলাদেশ গণতন্ত্রের দেশ, জনগণের দেশ। জনগণই এই দেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।