জিয়া যদি থাকতো-
মেজর হারুন ভুঁইয়া
আহ জিয়া যদি থাকতো,
সব চাঁদাবাজরে উষ্টাইতো,
জিয়া যদি থাকতো,
মীরজাফর রে মোদির কাছে পাঠাইতো,
যদি জিয়া থাকতো,
সালাউদ্দিন রে কামরূক কামাখ্যা পাঠাইতো,
জিয়া যদি থাকতো,
বিএনপির সন্তান সব দেশেই পড়তো,
আরও পড়ুনঃ স্বাধীন দেশে রাজাকার জঙ্গি মাষ্টার মাইনের শিকার ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত
জিয়া যদি থাকতো,
যারা শুধু জিয়ার ছবি নিয়া রাজনীতি করে,
আর মানুষের সাথে প্রতারণা করে,
একটা একটা কইরা জেলে ঢুকাইত,
আহ, জিয়া যদি থাকতো,
কত ভালোই না হইতো।