স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগ এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। ১৫ নভেম্বর (শনিবার) বিকালে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ গফুর ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ দপ্তর সম্পাদক এম এম করিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চন্দনাইশ উপজেলার সভাপতি মঞ্জুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ গফুর বলেন, ‘ জননেতা তারেক রহমান-এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাগরিক পরিষদ কাজ করে যাচ্ছে, ত্যাগী ও পরিচ্ছন্নরা নাগরিক পরিষদের দায়িত্ব নিলে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি দক্ষিণ জেলা এগিয়ে যাবে। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে হলে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের ন্যায় নাগরিক পরিষদকেও এগিয়ে আসতে হবে।’
প্রধান বক্তার বক্তব্যে এম এম করিম বলেন, ‘নাগরিক পরিষদ গঠিত হয়েছে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর সাথে একীভূত হয়ে বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, মাথাচাড়া দিয়ে ওঠা ৭১ এর পরাজিত শক্তিকে জাতীয় নির্বাচনের পরাজিত করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
তিনি নাগরিক পরিষদের চট্টগ্রাম জেলার সব সদস্যদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, চন্দনাইশ উপজেলার সংগঠক আলীম উদ্দীন, জিসাস চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন, বোয়ালখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, বোয়ালখালী উপজেলা সংগঠক মোঃ আজম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সংগঠক মোঃ তাসলিম উদ্দীন, নাগরিক পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন মুন্সি, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী মোল্লা, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।