প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
Bangladesh Mail-24-এর নোয়াখালী জেলা প্রতিনিধি, নোয়াখালী সেনবাগ উপজেলার সেনবাগ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কৃর্তি সন্তান, উপজেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক জুয়েল রানা গত ৭আগস্ট বৃহস্পতিবার রাত ১১.০০ ঘটিকার সময় নাটোর লালপুরের আব্দুলপুর স্টেশনে কিশোর গ্যাং ছিনতাইকারীর হাতে গুরুতর আহত হন।
জানা যায় কুখ্যাত কিশোর গ্যাংয়ের লিডার ‘শফি মাস্টার ও তার গ্রুপের ছিনতাইকারীর দল মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ গাবতলী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২জনসহ গ্রেফতার- ৭
মোবাইল ও টাকা পয়সা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারী ও কিশোর গ্যাং দল সাংবাদিক জুয়েল কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর অবস্থায় রাস্তায় ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাকে নাটোর লালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী কিশোর গ্যাং লিডার ” শফি মাস্টার ” নামে একব্যাক্তির নেতৃত্বে ৫/৬ জনের একটি দল এই হামলা ও ছিনতাইয়ের সাথে জড়িত।
আমরা নোয়াখালী সাংবাদিক ইউনিটি, সাংবাদিক এসোসিয়েশন নোয়াখালী জেলা শাখা, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব নোয়াখালী জেলা শাখা।
আরও পড়ুনঃ গাইবান্ধায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার চেষ্টা ও থানায় অভিযোগ।
সেনবাগ উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেস ক্লাব, সেনবাগ শাখা এর পক্ষ থেকে সাংবাদিক জুয়েল রানা’র উপর ছিনতাইকারীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নাটোর লালপুরের সন্ত্রাসী কিশোর গ্যাং লিডার ছিনতাইকারীদের সর্দার শফি মাস্টার সহ দোষী ব্যক্তিদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাই।