চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে পড়ে আবু আইয়ুব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি এক সন্তানের জনক ছিল। যুবকটি মৃগি রোগে আক্রান্ত বলে জানা যায়। তবে তার কোন সমস্যা ছিল না, সুস্থ্য-সবল ছিলেন বলে জানান তার পরিবারের লোকজন।
বৃহস্পতিবার (১৯ শে জুন) দুপুর আনুমানিক ৩ ঘটিকার সময় উপজেলার থানাহাট ইউনিয়নের, বজরা তবকপুর (চৌধুরী পাড়া) এলাকার পাশের আফসার আলীর পুত্র বলে জানা যায়।
আরও পড়ুনঃ মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক
এলাকাবাসী জানান, উপজেলার বজরা তবকপুর (চৌধুরী পাড়া) পাশের এলাকার আফসার আলীর পুত্র আবু আইয়ুব (২৫)। তিনি আগে থেকে মৃগি রোগে আক্রান্ত ছিলেন। কিন্তু তারপরে ও সুস্থ্য-সবল ব্যক্তি হিসাবে জীবন যাপন করতেন, তার কোন সমস্যা ছিল না।
বৃহস্পতিবার দুপুরে আইয়ুব আলী তার মাসহ বাড়ির পাশে পুকুর পাড়ে বসে ছিলেন। হঠাৎ মৃগি রোগের ঝাকুনি শুরু হলে অজ্ঞান হয়ে পুকুরের পানিতে পড়ে যায় সে। এ সময় তার মা হাত ধরেও তাকে আটকাতে পারেনি, পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন।
পরে সবাই এসে গভীর পানির তল থেকে আইয়ুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, মৃত্যুর বিষয়টি আমি জেনেছি বলে জানান তিনি।