শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

চাকুরী ও একই সাথে ভাড়াটে ডাক্তার দিয়ে চেম্বার, তানভীরের রমরমা বানিজ্য!

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫
চাকুরী ও একই সাথে ভাড়াটে ডাক্তার দিয়ে চেম্বার, তানভীরের রমরমা বানিজ্য!

রনজিৎসরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

বহুল আলোচিত একতা ক্লিনিকে সিজারের অন্তরালে খুনি ডাক্তার ইয়াসমিনের রক্ষক আশ্রয় প্রশ্রয় দানকারী তথা সেল্টার দাতা দিনাজপুর বীরগঞ্জের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী, হাজী দানেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ল্যাব টেকনিশিয়ান পদে কর্মরত তানভীর ইসলাম।

তার বাড়ি ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল থানা এবং সেখানকার ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন বলে জানা গেছে।

যখন যারা ক্ষমতায় থাকে তানভীর ইসলাম তাদের লোক এবং এক সময় স্বৈরাচার, পতিত, দুর্নীতিবাজ আওয়ামিলীগ সরকারের সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী’র পিএস আবুল বাসারের বন্ধু পরিচয় দিয়ে দ্বিধাহীন সকল দুর্নীতি চালিয়েছে, বর্তমানে খোলস পাল্টিয়ে বিএনপি সেজে বীরগঞ্জের জনৈক প্রভাবশালী ব্যবসায়ীর নাম ভাঙ্গাতে শুরু করেছে ।

আরও পড়ুনঃ চাকুরী ও একই সাথে ভাড়াটে ডাক্তার দিয়ে চেম্বার, তানভীরের রমরমা বানিজ্য!

বীরগঞ্জ-পীরগঞ্জ রোডে ভাড়া ঘরে খান সুপার মার্কেটে পরিচালিত নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অবস্থান। সেখানে শুক্রবার সহ সপ্তাহে ২/৩ দিন অদক্ষ ঐ ডাক্তার ইয়াসমিন ইসলাম নিয়মিত রোগী দেখেন এবং একতা ক্লিনিকে সিজার করেন।

বীরগঞ্জের সা’দ ক্লিনিকের মালিক আহসান হাবিব শামীম সহ অন্যান্য ক্লিনিক মালিকেরা জানান ডাক্তার ইয়াসমিন ইসলাম বদরাগি, রোগী ও রোগীর লোকজনের সাথে খুব দুর্ব্যবহার করেন, হাতভারী এবং এনেসথেসিয়া অভিজ্ঞ ডাক্তার অপারেশন থিয়েটারে সাথে না নিয়ে ছাত্রদের নেন, কোন এসিস্ট রাখেন না, সম্পুর্ন অনিয়ম করেন বিধায় প্রসূতি মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ফলে আমরা ওনাকে কোন কাজেই ডাকি না।

কেবলমাত্র নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় চেম্বারে রোগি দেখেন এবং একতা ক্লিনিকে সিজার করেন। সিজারের পর ডাক্তার চলে যায়, অনাকাংখিত ঘটনার মুকাবিলা করতে হয় ক্লিনিক মালিকদের।

আরও পড়ুনঃ বীরগঞ্জে প্রাইভেট ক্লিনিকে অভিযান। ৪৫ হাজার টাকা জরিমানা

তাদের প্রশ্ন ডাক্তারের কি কোন দায়ভার নাই?

নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী তানভীর উত্তরাঞ্চলসহ দেশের মধ্যে একটি সুনামধন্য (হায়ার এডুকেশান বিদ্যাপিঠ) হাজী দানেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ান পদে কর্মরত থাকার পরেও বীরগঞ্জে কিভাবে একটি বৃহৎ ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করেন?

অভিযুক্ত ডাক্তার ইয়াসমিন ইসলাম ফোন রিসিভ করেন নাই তবে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী তানভীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অনেকে ভিন্নমত প্রকাশ করলেও আমি সততার সাথে চাকুরী ও ব্যবসা করি, কে কি বলল তাতে আমার যায় আসে না।

এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা লুনা’র সাথে কথা হলে তিনি বলেন পর্যায়ক্রমে বীরগঞ্জের প্রতিটি ডায়াগনেস্টিক সেন্টার ও ক্লিনিকের অনিয়ম দূর করতে কার্যকরী ব্যবস্থা নেয়া হচ্ছে।

একতা ক্লিনিকের ন্যায় ঝুকি নিয়ে চলমান, অনুমোদনহীন, ত্রুটিপূর্ণ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক গুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর