শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)- এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ মাহাবুবুর রশীদ, জেলা ব্যবস্থাপক, এসডিএফ, চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মোঃ সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ।

এসডিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আজম খান, আঞ্চলিক ব্যবস্থাপক(ফাইন্যান্স), মোঃ আসাদুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (নির্মাণ ও পরিবেশ), যশোর অঞ্চল এবং এসডিএফ, চাঁপাইনবাবগঞ্জ এর জেলা কর্মকর্তাসহ সদর উপজেলার ২টি ক্লাস্টার এর ক্লাস্টার অফিসার ও ক্লাস্টার স্বাস্থ্য ও পুষ্টি ফ্যাসিলিটেটর এবং ২ জন গ্রাম সংগঠনের স্বাস্থ্য ও পুষ্টি কমিটির আহ্বায়ক।

আরও পড়ুনঃ নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয়

কর্মশালার শুরুতেই জেলা ব্যবস্থাপক, এসডিএফ, চাঁপাইনবাবগঞ্জ বলেন যে, রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও ব্যক্ত করেন যে, এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রতা বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহায়সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান চলমান রয়েছে।

এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনায় ডা. মোঃ ইসমাঈল, জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা, এসডিএফ চাঁপাইনবাবগঞ্জ উল্লেখ করেন যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ৫০টি গ্রাম সমিতির দরিদ্র ও অতি দরিদ্র সদস্যদের মধ্যে এসডিএফ এর পক্ষ থেকে
৬০টি বিনামূল্যে হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়েছে যেখানে মোট ১৮৫৯ জনকে প্রথমিক চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়েছে এবং ৭৭ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

আরও পড়ুনঃ ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত

.৩১২ জন গর্ভবতী মাকে থেকে মোট ২৯৯৫২০০ টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। সন্তান প্রসবে ঝুঁকি রয়েছে এমন ২০ জনকে ১০,০০০ টাকা করে ২০০,০০০ টাকা প্রদান করা হয়েছে। শীতকালীন সবজি বীজ ৭৫৬৩ প্যাকেট এবং গ্রীষ্মকালীন সবজি বীজ ৭৪৭৬ প্যাকেট বিতরণ কক্রা হয়েছে।

আয়রণ, ভিটামিন, ক্যালসিয়াম, জিংক ট্যাবলেট, স্যালাইন ৩৪০০০-৫৯৫০০ পিস বিতরণ করা হয়েছে। এছাড়াও মোট ৮৫০০টি পরিবারের প্রত্যেকেই ১২টি করে হাত ধোয়ার সাবান প্রদান করা হবে।

উপস্থাপনা শেষে তিনি উপস্থিত অতিথীদের জানান যে, এসডিএফ এর রেফারেন্স এ যে সকল রোগী তাদের হাসপাতাল বা সংস্থায় সেবা গ্রহণের জন্য আসে এবং ভবিষ্যতে আসবে তারা গ্রামের অতি দরিদ্র এবং দরিদ্র জনগোষ্ঠী। তিনি উপস্থিত অতিথীবৃন্দকে অনুরোধ করেন পরবর্তীতে যেন এ সকল রোগীদের সংশ্লিষ্ট হাসপাতাল ও সংস্থা থেকে সাধ্যমত সেবা প্রদান করা হয়।

প্রধান অতিথি ডা. সৈয়দ মোঃ সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ তাঁর বিশেষ বক্তব্যে এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি এসডিএফ এর মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসুচিকে মানবিক এবং সময়োপযোগী পদক্ষেপ বলে অ্যাখ্যা দেন।

উপস্থিত সকল অতিথিবৃন্দ তাদের স্ব-স্ব ক্ষেত্রে এসডিএফ এর গ্রাম সমিতির সদস্যদের সাধ্যমত সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী ১২ই অক্টোবর,২০২৫ অনুষ্ঠিতব্য টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে আমাদের উপকারভোগীদের উদ্বুদ্ধ করার জন্য সহযোগিতা কামনা করেন।

পরিশেষে এই কর্মশালার সভাপতি জেলা ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রশীদ উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করে এসডিএফ এর এই কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে কর্মশালার পরিসমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category