চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সামাজিক সংগঠন সওয়াব এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে প্রায় ২০০টি বিভিন্ন প্রজাতির ফলের গাছ বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন সওয়াব চাঁপাইনবাবগঞ্জ জেলার কো-অর্ডিনেটর হাজী মো. আব্দুল হালিম রাজ। এ সময় জেলা টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে গাছ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
আরও পড়ুনঃ গাইবান্ধার সাদুল্লাপুরে সিঙ্গারার বাকি টাকা নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ ২
গাছ বিতরণ শেষে হাজী মো. আব্দুল হালিম রাজ বলেন, “ফলজ বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষায় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি টেকসই সম্পদ। আমরা চাই, এই উদ্যোগ মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ আরও বাড়িয়ে তুলুক।”
সওয়াবের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় ধাপে ধাপে আরও ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হবে।