মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনমঃ
আদালত চত্বরে দুই কাজিকে প্রকাশ্যে লাঞ্ছিত করলেন এক নারী সৌদিআরব প্রবাসী চাঁদপুর জেলা বি এন পির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত মহাদেবপুরে বিশ্বমানের মেকওভার উদ্বোধন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ মিছিল বীরগঞ্জ একটি গ্রুপ কিছুদিন পূর্ব ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সরাইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা বিএনপির ভেতরে আলসার – প্রফেসর ডক্টর শেখ আকরাম আলী অটোরিকশা চালিয়ে গোল্ডেন এ প্লাস জিপিএ- ৫ পাওয়া রোমান উচ্চশিক্ষা নিয়ে হতাশ নরসিংদীর বেলাবো উপজেলার শীর্ষ মাদক সম্রাট ‘”ইয়াবা সবুজ’” বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেপ্তার নরসিংদীতে চাঁদাবাজির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারিদের মশাল মিছিল হোস্টেলের কক্ষে গাঁজা সেবন, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী আটক বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা ও পুরস্কার বিতরণ দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল জরুরী সংবাদদাতা আবশ্যক মাইজভান্ডার দরবার শরীফে মতবিনিময় সভায় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.জি.আ) এর সাথে বদরপুর দরবার শরীফের পীরজাদা আল্লামা হাফেজ সৈয়দ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর সাক্ষাৎ ভালুকায় ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন তুরাগ থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি খাগড়াছড়িতে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে

গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ মিটার রিডার মুক্তার গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ 
পাবলিশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়নের শতাধিক বিদ্যুৎ গ্রাহকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি রেজাউল ইসলাম মুক্তারকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে গাজীপুরের শিমুলতলি এলাকায় রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রেজাউল ইসলাম সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে। শুক্রবার (১১ জুলাই) গ্রেপ্তার রেজাউলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুনঃ রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় শাজাহান মৃধা (৫৫) রোগীর মৃত্যুর

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, রেজাউল ইসলাম বিদ্যুৎ বিল আদায়ের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে দীর্ঘ সময় ধরে তা অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করে আসছিল।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাদী হয়ে গত ১ জুলাই থানায় মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, রেজাউল ইসলাম গত ১৫ বছর ধরে মিটার রিডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে তিনি বিদ্যুৎ বিল সংগ্রহ করে গ্রাহকদের ভুয়া রশিদ ও সিল দেখিয়ে টাকা আত্মসাৎ করেন। অনেক গ্রাহকের অভিযোগ, নতুন সংযোগ দেওয়ার নামেও তিনি অর্থ আদায় করেছেন।

কিন্তু এসব টাকা জমা হয়নি অফিসে। সম্প্রতি বিদ্যুৎ অফিস থেকে গ্রাহকদের কাছে বকেয়া বিলের নোটিশ পাঠানো হলে প্রতারণার বিষয়টি সামনে আসে। গ্রাহকরা তখন ক্ষোভে ফেটে পড়েন এবং মামলা দায়েরের প্রেক্ষিতে রেজাউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

 


এই বিভাগের আরও খবর