গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন ও উপজেলা তাঁতী লীগের সভাপতি ডা. আব্দুল মমিন শেখ রুবেলকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ও বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় এ গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ বীরগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব বুলবুল ইসলাম।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।