🌾
মোঃ রানা মিয়া
বগুড়া জেলা প্রতিনিধি।
গাবতলী, বগুড়া: আসন্ন নির্বাচনকে সামনে রেখে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। গতকাল দিনভর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের হাতে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে এই ব্যতিক্রমী প্রচারণা। মেয়র সাইফুল ইসলাম তাঁর কর্মী ও সমর্থকদের নিয়ে প্রতিটি পাড়া-মহল্লার অলিগলি ঘুরে দেখেন। তিনি প্রতিটি ঘরের দরজায় কড়া নেড়ে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে তরুণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের প্রার্থীর জন্য ভোট ও দোয়া চান।
প্রচারণার সময় বিপুল সংখ্যক নারী-পুরুষ কর্মী-সমর্থক মেয়র সাইফুল ইসলামের সঙ্গে যুক্ত হন। তাদের স্লোগানে ৭ ও ৮ নং ওয়ার্ডের পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
ধানের শীষ জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক”
প্রচারণাকালে এক সংক্ষিপ্ত পথসভায় মেয়র সাইফুল ইসলাম বলেন, “ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আপনারা জানেন, মহিষাবানসহ পুরো গাবতলী এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষের প্রার্থীর কোনো বিকল্প নেই।
তিনি আরও যোগ করেন, “আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে এসেছি, আপনারা আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষ প্রতীকে দিন। আমাদের প্রার্থী নির্বাচিত হলে, তিনি আপনাদের সেবক হিসেবে কাজ করবেন, শাসক হিসেবে নয়। ৭ ও ৮ নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়ন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
এই প্রচারণায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির নেতা সানাউল হক সানা, মোঃ ইউসুফ আলী,ইউনিয়ন বিএনপির সহসাঠনিক আব্দুর রাজ্জাক, শাজাহান আলী মন্ডল, ৭ নং ওয়ার্ড সভাপতি মোয়াজ্জেম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাসেদ বাচ্চু,৯ নং ওয়ার্ড সভাপতি খাইরুল, ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আব্দুল আলীম লালু, ইউনিয়ন ছাত্রদলের যুগ্নআবায়ক সবুজ আলম, যুবদল নেতা সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা লিটন সহ আরো অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় নেতা-কর্মীরা জানান, মেয়র সাইফুল ইসলামের এই নিবিড় জনসংযোগ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তারা আশা করছেন, এই বাড়ি বাড়ি প্রচারণার ফলেই এই দুটি ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত হবে।