আপেল মাহমুদ বিশেষ প্রতিনিধি বগুড়াঃ
বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই আসামীসহ ৭জনকে গ্রেফতার করে ১০ আগষ্ট রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হলো, গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে অফু মিয়া এবং কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামের ছাদেক আলী।
আরও পড়ুনঃ গাইবান্ধায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার চেষ্টা ও থানায় অভিযোগ।
ওয়ারেন্টমূলে গ্রেফতারকৃতরা হলো, গাবতলী চাকলা দক্ষিণপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে আনোয়ার হোসেন মিঠু ওরফে মধু, দূর্গাহাটা ইউনিয়ন বটিয়াভাঙ্গা গ্রামের আব্দুর রহিমের ছেলে ফরহাদ হোসেন, ধর্তব্য অপরাধে গ্রেফতারকৃতরা হলো।
সোনারায় ইউনিয়নের নস্করীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে জাহাঙ্গীর আলম, নশিপুর ইউনিয়নের মাজবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুর কুদ্দুসের ছেলে উকিল শাহ।উপরোক্ত তথ্যটি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি সিরাজুল হক,এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।