গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ
আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার নিজস্ব মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি একে এস হেদায়াতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ এস এম হুমায়ুন ইকবাল।
আরও পড়ুনঃ বই কেনার টাকা ছিল না, বন্ধুর বই পড়েই সহকারী জজ হলেন নুর
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদুজ্জামান শহিদ, আব্দুল লতিফ হক্কানি, খন্দকার ওমর জাহিদ খোকন, আবেদুর রহমান স্বপন, আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, আলহাজ্ব শাহজাহান মিয়া, শ্যামল চন্দ্র, জাহাঙ্গীর আলম, খন্দকার আমিনুল ইসলাম রব্বু, জামিল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে গাইবান্ধা জেলা কালেক্টরেট মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব জোবায়ের আলী দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।