মোঃ দুলাল সরকার :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ব্রিজ সংলগ্ন ‘ভাই ভাই স’ মিল উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। কাঠ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে হোসেন্দী ইউনিয়নে চালু হতে যাচ্ছে এই কাঠ কাটা মিল। আগামীকাল ৬ জুলাই, রবিবার আনুষ্ঠানিকভাবে মিলটির উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন্দী ইউনিয়নে এতদিন কোনো স’ মিল না থাকায় কাঠ ব্যবসায়ী, গাছ মালিক ও কাঠমিস্ত্রিদের কাঠ কাটানোর জন্য পার্শ্ববর্তী ইউনিয়ন কিংবা উপজেলা সদরে যেতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো। অনেক সময় কাঠ পরিবহনে অতিরিক্ত খরচ এবং নানা ঝামেলার মুখোমুখি হতে হতো ব্যবসায়ীদের। এই অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই হোসেন্দীতে একটি স’ মিল স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন।
আরও পড়ুনঃ বগুড়া গাবতলী উপজেলা পরিষদ ও কাগইলে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি পরিদর্শন করেন-সচিব জনাব সাইদুর রহমান
ভাই ভাই স’ মিল কর্তৃপক্ষ জানায়, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ কর্মীবাহিনী নিয়ে মিলটি চালু করা হচ্ছে। এখানে কাঠ কাটা, গাছ চিরাই ও কাঠের বিভিন্ন আকারের বোর্ড তৈরির সুবিধা থাকবে। এতে করে হোসেন্দীসহ আশপাশের এলাকার কাঠ ব্যবসায়ী, নির্মাণশিল্প সংশ্লিষ্টরা উপকৃত হবেন।
এছাড়া মিলটি চালু হলে স্থানীয় অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কাঠ ব্যবসা আরও গতিশীল হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
ভাই ভাই স’ মিলের মালিক মো. মহিউদ্দিন মোল্লা জানান, উদ্বোধনের দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এক শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনের পরদিন থেকেই মিলটি আনুষ্ঠানিকভাবে কাঠ কাটা কার্যক্রম শুরু করবে।
এলাকাবাসী জানায়, এই স’ মিল চালু হলে তারা কাঠ কাটা ও গাছ চিরাইয়ের জন্য আর দূরে যেতে হবে না। এতে সময়, শ্রম ও খরচ কমবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাকা আরও সচল হবে।