বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনমঃ
দুর্গাপুর সীমান্ত দিয়ে আবারো ২১ জনকে পুশইন আলোচনার আশ্বাসে সড়ক ছাড়লেন ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজীবপুরে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রকল্পের তথ্য উন্মুক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে চারজন অসহায় মানুষের হাতে তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ডুমুরিয়ায় সমাজসেবা অধিদফতরাধীন ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ২৭ তম ওযুখানা উদ্বোধন করলেন ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ফারুক হাসান মধুপুরে কৃষি ও পরিবেশ বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহ শিক্ষা বোর্ড এস এস সি পাশের হার ৫৮.২২ শতাংশ দুর্গাপুরে ব্রীজের আয়ের টাকা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কাকিলাকুড়া মালেকুননিসা হজরত আলী কলেজে বৃক্ষরোপণ লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা গঠনে প্রশাসনের গণশুনানি দ্রুত বাস্তবায়নের দাবী স্থানীয়দের বিলুপ্তির পথে দেশীয় খয়রা পুঁটি কৈ সিং মাগুর মাছ উচ্চ আদালতের নির্দেশে চেম্বার ভবন গুড়িয়ে দিয়েছে ব্রাহ্মনবাড়িযার প্রশাসন জয়পুরহাটে সরকারি গাড়ির ধাক্কায় আহত ৪ জনের ঘটনায় আদালতের নির্দেশে তদন্তের আদেশ আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন দিনাজপুর “জেলা গোয়েন্দা শাখা”৬০০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার সিলেটের লন্ডনীপাড়া থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায় আটক কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশ ফুলে যেমন মধু ও বিষ, রাজনীতিতেও তাই-হালিম রাজ বগুড়া শহরের দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ ৫ শীর্ষ মাদক কারবারী আটক

গজারিয়ায় ভাই ভাই স’ মিলের উদ্বোধন আগামীকাল

মোঃ দুলাল সরকার :
পাবলিশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫

মোঃ দুলাল সরকার :

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ব্রিজ সংলগ্ন ‘ভাই ভাই স’ মিল উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। কাঠ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে হোসেন্দী ইউনিয়নে চালু হতে যাচ্ছে এই কাঠ কাটা মিল। আগামীকাল ৬ জুলাই, রবিবার আনুষ্ঠানিকভাবে মিলটির উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন্দী ইউনিয়নে এতদিন কোনো স’ মিল না থাকায় কাঠ ব্যবসায়ী, গাছ মালিক ও কাঠমিস্ত্রিদের কাঠ কাটানোর জন্য পার্শ্ববর্তী ইউনিয়ন কিংবা উপজেলা সদরে যেতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো। অনেক সময় কাঠ পরিবহনে অতিরিক্ত খরচ এবং নানা ঝামেলার মুখোমুখি হতে হতো ব্যবসায়ীদের। এই অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই হোসেন্দীতে একটি স’ মিল স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন।

আরও পড়ুনঃ বগুড়া গাবতলী উপজেলা পরিষদ ও কাগইলে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি পরিদর্শন করেন-সচিব জনাব সাইদুর রহমান

ভাই ভাই স’ মিল কর্তৃপক্ষ জানায়, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ কর্মীবাহিনী নিয়ে মিলটি চালু করা হচ্ছে। এখানে কাঠ কাটা, গাছ চিরাই ও কাঠের বিভিন্ন আকারের বোর্ড তৈরির সুবিধা থাকবে। এতে করে হোসেন্দীসহ আশপাশের এলাকার কাঠ ব্যবসায়ী, নির্মাণশিল্প সংশ্লিষ্টরা উপকৃত হবেন।

এছাড়া মিলটি চালু হলে স্থানীয় অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কাঠ ব্যবসা আরও গতিশীল হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

ভাই ভাই স’ মিলের মালিক মো. মহিউদ্দিন মোল্লা জানান, উদ্বোধনের দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এক শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনের পরদিন থেকেই মিলটি আনুষ্ঠানিকভাবে কাঠ কাটা কার্যক্রম শুরু করবে।

এলাকাবাসী জানায়, এই স’ মিল চালু হলে তারা কাঠ কাটা ও গাছ চিরাইয়ের জন্য আর দূরে যেতে হবে না। এতে সময়, শ্রম ও খরচ কমবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাকা আরও সচল হবে।


এই বিভাগের আরও খবর