সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনমঃ
আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে কয়েক সেকেন্ড পূর্বেই তৃষ্ণার গোলে শেষ হাসি হাসল বাংলাদেশ মুন্সিগঞ্জের সাবেক এমপি মো.আব্দুল হাই এর অবস্থা অবনতি হওয়ার হাসপাতালে ভর্তি আমরা বদলে গেছি ১৯৫ টা দেশ সাবেক চলমান রেমিট্যান্স যোদ্ধা পরিবার ৯ কোটি রূপসী পাড় উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাস করেনি একজনও বগুড়া’র সোনাতলায় সেনাবাহিনীর অভিযান: নকল তামাক কারখানায় ৪ জন গ্রেফতার! বগুড়া গাবতলী একজন প্রতিবন্ধী ছেলের জন্য বাবার আকুল আবেদন বাড়িতে প্রবেশ করার রাস্তাটি একটু প্রশস্ত করা ধামরাই উপজেলা নাগরিক পার্টি (এনসিপি)পক্ষ থেকে ঢাকার মিটফোর্ড হাসপাতাল সামনেই ব্যবসায়ী সোহাগ কে হত্যার প্রতিবাদ ও বিচারে দাবিতে বিক্ষোভ মিছিল করেন নিবন্ধন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা ও গুরুত্ব : নির্বাচন নয় দেশের চলমান পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করা জরুরী বগুড়া সদরে মাদকসহ যুবক গ্রেফতার শ্রীপুরে সম্মিলিত উদ্যোগে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার নিরবে না,সাহসের সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান! মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার মধুপুরে ৩ বেকারি ফ্যাক্টরির মালিককে জরিমানা  ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক! ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তারা – তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে ত্যাগী পরিক্ষীত কর্মীদের মূল্যায়ন করতে হবে ঈশ্বরদীতে ইজারাকৃত নৌ-চ‍্যানেল চার্জের থেকে ২৫% চাঁদা না পেয়ে গুলাগুলির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গজারিয়ায় বাড়ির সীমানার রাস্তা নিয়ে দুই পরিবারে ঝগড়া পঞ্চায়েত সমাধানের পরও এক পক্ষের কোর্টের মামলায় হয়রানির শিকার অপর আরেক পক্ষ

রিপোর্টার নাম
পাবলিশ: শনিবার, ১৪ জুন, ২০২৫
গজারিয়ায় বাড়ির সীমানার রাস্তা নিয়ে দুই পরিবারে ঝগড়া পঞ্চায়েত সমাধানের পরও এক পক্ষের কোর্টের মামলায় হয়রানির শিকার অপর আরেক পক্ষ

মোঃ দুলাল সরকার, গজারিয়া(মুন্সিগঞ্জ)প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর গ্রামের বাগানবাড়িতে বাড়ির সীমানায় চলাচলের রাস্তা নিয়ে হাব্বিব সরকার ও মোশারফ সরকার দুই পরিবার ঝগড়ায় লিপ্ত হওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় মাতব্বরদের সহযোগিতায় গ্রাম্য সালিশে ঝগড়ায় লিপ্ত দুই পরিবারের কলহ-বিষয়ে সমাধান দেয়ার পরও একপক্ষ কোর্টে মামলা করায়
অপর পক্ষের আহত ব্যক্তিবর্গ পড়েছে হয়রানির শিকার।

মোশারফ সরকার এবং হাব্বিব সরকার দের দুই পরিবারের মধ্যে এই ঘটনা ঘটে। হাবিব সরকারের স্ত্রী ফরিদা আক্তার জানান গত ১৯-এ এপ্রিল রায়হান সরকার এবং আমাদের পরিবারের মধ্যে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ সমাধানে স্থানীয় মাতব্বর সঠিক সীমানা জন্য জায়গা মাপ দেয়ার উদ্যোগ নেয়।

মাপ দেওয়াকে কেন্দ্র করে রায়হান সরকার গং পরিবার আমার স্বামী হাবিব সরকারের উপর হামলা করে। হামলার ঘটনায় আমার স্বামী হাবিব সরকার, মরিয়ম বেগম ,সালমা বেগম ,মুনিরা ও মাহিম একই পক্ষের ৫ জন আহত হয়। আহতদের মধ্যে হাবিব সরকারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর গুরুতর অবস্থা দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ টেকনাফ সীমান্তের অঘোষিত মাদক সম্রাট: মান্নান মেম্বার!

গ্রাম্য সালিশে উভয় পক্ষের মতামত নিয়ে দুই পরিবারকে মীমাংসা করে দেয়। মীমাংসার কাগজে উভয় পক্ষের স্বাক্ষর সহ বিচারক ও মাতাব্বরদের স্বাক্ষর আছে। গ্রাম্য সালিশ মেনের পরও হঠাৎ শোনতে পাই রায়হান সরকার আমাদের বিরুদ্ধে কোর্টে মামলা করেছে। আমরা একাধিক নির্যাতিত আহত পরিবার সদস্য হয়েও গ্রাম্য সালিশ মেনে নিয়েছি।কিন্তু তারা কোর্টে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।

অপরদিকে রায়হান সরকারের বাবা মোশারফ সরকার জানান গ্রাম্য শালিসে আমাদের স্বাক্ষর জোরপূর্বক নেয়া হয়েছিল। আমার পাওনা জায়গা না দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের বিবাদ সৃষ্টি হয়। প্রতিপক্ষ হাবিব সরকার গং আমাকে এবং আমার ছেলে রায়হান সরকারকে আহত করে। আমি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নেই পরে ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসাধীন ছিলাম। ন্যায়বিচার পেতে আমরা কোর্টে মামলা করেছি।

সরজমিনে অনুসন্ধানে জানা যায় উভয় পরিবারের মধ্যে বাড়ির সীমানায় চলাচল রাস্তা কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। সীমানা নির্ধারণ কেন্দ্র করে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে হাবিবুর রহমান এর পক্ষে ৫ জন আহত, অপরদিকে রায়হান সরকারের পক্ষে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় একাধিক ভুক্তভোগী পরিবার জানায়,এ রাস্তা দিয়ে মহল্লার একাধিক পরিবার যাতায়াত করে।তবে মোশারফ সরকার রাস্তা দিতে চায় না।রাস্তা বন্ধ করে রাখে।সে জন্য আমাদের মহল্লার মানুষকে ঘুরে যেতে হয়।এ জায়গা টি একটা গর্ত ছিল। আমরা গ্রাম বাসি ইউনিয়ন চেয়ারম্যান কে বলে বালু ভরাট করেছে যাতে যাতায়াত করতে পারি।বালু ভরাট হলেও আমরা রাস্তা ব্যবহার করতে পারছি না।

গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার জানায়,উভয় পক্ষ আত্মীয় স্বজন হওয়ার, আমরা বিচারকগন একটি সুষ্ঠ সমাধানের লক্ষ্যে মিমাংসা করে দিয়েছি।তবে দীর্ঘদিন পর কেনো মুশারফ সরকার কোর্টে মামলা করছে তা জানা নেই।

ভবেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদত আলী জানান ভবেরচর গ্রামের বাগানবাড়ির মোশারফ সরকার বনাম রিপন সরকারের পরিবার জায়গা নিয়ে পূর্ব থেকেই বিরোধ ছিল।স্থানীয় লোক দিয়েই সীমানা নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত দেয়া হয়। দায়িত্বপ্রাপ্ত লোক কাজ করতে গেলে দুই পক্ষই ঝগড়ায় লিপ্ত হয়। ঝগড়ায় দুই পক্ষের লোকই আহত হয় এবং পুনরায় আবার বিচার চালিশে মীমাংসা করে দেয়া হয়। মীমাংসা করে দেওয়ার পর মোশারফ সরকার পুনরায় আবার কোর্টে মামলা করেছে শুনেছি।


এই বিভাগের আরও খবর