বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার রাতে রাজধানীর তুরাগ ধরঙ্গারটেক এলাকায় ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য সাঈদ হাসান সাগরের আয়োজনে দোয়া,মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির বারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদ খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মিয়া বেপারী, যুগ্ম আহবায়ক আলী আহমেদ,
আরও পড়ুনঃ জীবনের গল্প : মিশু
৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি মনির হোসেন ইমন এবং তুরাগ থানা যুবদল নেতা মাসুদ রানা সম্রাটসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, সাঈদ হাসান সাগর বিভিন্ন সময় সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বৃক্ষরোপণ, অসহায়দের মাঝে কম্বল বিতরণ ও ইফতার বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন।