খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫
এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম,শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, বেলা ৩.০০ মিনিট
শেরপুরের ক্রীড়া অঙ্গনে প্রাণের সঞ্চার ঘটাতে অনুষ্ঠিত হলো খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিজ রাজিয়া সামাদ ডালিয়া, চেয়ারম্যান, খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার, শেরপুর আর্মি ক্যাম্প, সাবেক ও বর্তমান খেলোয়াড়গণ, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং ক্রীড়ামোদী নাগরিকবৃন্দ।
এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি অনুপ্রেরণা সৃষ্টি ও ক্রীড়া সংস্কৃতির বিকাশই প্রধান লক্ষ্য।
উৎসবমুখর পরিবেশে জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে জমে ওঠে উদ্বোধনী খেলা।