সাংবাদিক মোহাম্মদ আলমঃ
দশকের পর দশক ধরে বিএনপি এবং আওয়ামী লীগ—এই দুটি দল দেশের রাজনীতিকে দখল করে রেখেছে। তারা বারবার ক্ষমতায় এসে দুর্নীতিতে জড়িয়েছে, জনগণের স্বপ্ন আর আশা-আকাঙ্ক্ষাকে প্রতারণা করেছে।
তবুও আমরা, বাংলাদেশের সাধারণ মানুষ, কেন বারবার তাদেরই ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় বসিয়ে দিচ্ছি?
আরও পড়ুনঃ মধুপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা
ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। ইতিহাস সাক্ষ্য দেয়—অন্যায়, দুর্নীতি আর অপশাসন কখনো টিকে থাকে না। আমাদের চোখ খুলতে হবে। আমাদের বোঝার সময় এসেছে যে, এ দেশের ভবিষ্যৎ এই দুই দুর্নীতিগ্রস্ত দলের হাতে নিরাপদ নয়।
এই দলগুলোকে আমাদের ঘৃণা করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, যেন তারা আর কখনো আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।