মোজাফফর রহমান বগুড়া সিনিয়র রিপোর্টারঃ
বগুড়া জেলা যুবদলের আয়োজনে আজ দুপুরে অনুষ্ঠিত হয় একটি বিক্ষোভ মিছিল বের হয়।সাম্প্রতিক সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারের চরম ব্যর্থতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু এবং রাজ পথের সাহসী লড়াকু সৈনিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন গাবতলী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ ও কর্মীরা।
আরও পড়ুনঃ ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪,কর্তৃক মাদকসহ মাদক কারবারি গ্রেফতার ২
সরকারের বিরুদ্ধে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে মাঠে সক্রিয় রয়েছে যুবদল। নেতাকর্মীরা বলছেন—তাদের এই আন্দোলন চলবে জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত।
বিক্ষোভ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল লক্ষণীয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীরা।