পটুয়াখালী প্রতিনিধিঃ
পর্যটন কেন্দ্র কুয়াকাটার আবাসিক হোটেল ‘সুপার স্টার’ থেকে জুয়ার আসর চলাকালে আলীপুরের মৎস্য ব্যবসায়ী ইউসুফ হাওলাদার ওরফে ইউসুফ কোম্পানিসহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আবুল কালাম, বরগুনার মাইঠা গ্রামের সুলতান মিয়ার ছেলে মো. লিটন, একই গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে মাসুদ মিয়া, আলীপুরের মৃত আবুল হোসেনের ছেলে ইউসুফ হাওলাদার, সোমেদ সিকদারের ছেলে টুকু সিকদার।
আরও পড়ুনঃ মাদক ও অস্ত্রসহ সাতক্ষীরার সাবেক এমপির ছেলে রুমন আটক
এসময় হোটেল মালিক ও ম্যানেজার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে নগদ ৬২ হাজার টাকা ও তাস জব্দ করেছে।
মহিপুর থানার ওসি মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জনকণ্ঠকে জানান, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে এবং রবিবার সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে।