শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা: শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যয়”

রিপোর্টার নাম
পাবলিশ: সোমবার, ২৩ জুন, ২০২৫
কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা: শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যয়"

রফিকুল ইসলাম রফিক ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

“দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অনুষ্ঠিত হলো উপজেলা পর্যায়ের মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সোমবার (২৩ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয় এবং উলিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফিরোজ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ, উলিপুর সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক আশরাফুজ্জামান, যিনি বলেন— “দুর্নীতি একটি জাতির অগ্রগতির পথে বড় অন্তরায়। এটি সমাজে বৈষম্য সৃষ্টি করে। তাই দুর্নীতি রোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

প্রতিযোগিতায় উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। চূড়ান্ত পর্বে এন. এস. আমিন রেসিডেন্সিয়াল স্কুল ও উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মুখোমুখি হয়। বিতর্কে ‘দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা’ বিষয়ে তর্ক উপস্থাপন করেন দুই দলের সদস্যরা।

বিপক্ষ দল এন. এস. আমিন রেসিডেন্সিয়াল স্কুলের হুরে জান্নাত হিমু, সাবরিনা আমিন শৈলী এবং তানজিয়া সরদার বিজয়ী হয়। দ্বিতীয় স্থান অর্জন করে পক্ষ দল উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের ফারদিল জামান, পরশ কুমার দেব অপন এবং আহনাফ রহমান।

বিজয়ী ও দ্বিতীয় স্থান দলের শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ত্রিশালে পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “দুর্নীতি শুধু সরকারি কর্মকর্তারাই করেন না, এটি একটি সামাজিক ব্যাধি। যেমন রিকশা ভাড়া ২০ টাকা হলেও ৫০ টাকা নেওয়া, পরীক্ষায় নকল করা, এমনকি বাড়িতে পড়ার কথা বলে অন্য কাজে সময় ব্যয় করাও একধরনের অনৈতিকতা।

আমাদের জীবনের ছোট ছোট কাজের মধ্য দিয়েই দুর্নীতি শুরু হয়। তাই আমাদের নিজেদের আচরণ সংশোধন করতে হবে। শিক্ষার্থীরাই আগামী প্রজন্মের চালিকাশক্তি—তাদের থেকেই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সূচনা হবে।”

এই প্রতিযোগিতা শুধু একটি বিতর্ক নয়, বরং দুর্নীতি বিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার একটি সফল প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর