এম, জি, মস্তফা মুসাঃ
“কিয়ামতের দিন প্রথমে জান্নাতে প্রবেশ করবে তারা যারা সুখে-দুঃখে সর্বদা আল্লাহর প্রশংসা করে”! এরকম নিম্নের একটি হাদীসের বক্তব্যের অনুরূপ। এটি আসল হাদীস গ্রন্থে এভাবে বর্ণিত হয়েছে:
১. হাদীসের সূত্র ও নম্বর: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: “কিয়ামতের দিন আল্লাহর নিকট ডাকা হবে এমন একদল মানুষকে, যাদের নাম হবে ‘হাম্মাদূন (বেশী-বেশী প্রশংসাকারী)’। তারা সুখে-দুঃখে আল্লাহর প্রশংসা করত।” (সুনানু ইবন মাজাহ: ২৮০২)! এছাড়া আল-তাবারানীও ‘মুজাম আল-কবীর’-এ এই হাদীস উল্লেখ করেছেন।
আরও পড়ুনঃ গফরগাঁও সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড কে পরিবেশ আইন অমান্যর দায়ে অর্থদণ্ড
২. হাদীসের বিষয়বস্তু: এই হাদীস আমাদেরকে একটি অত্যন্ত মূল্যবান শিক্ষা দেয়, মুমিনের জীবনে আল্লাহর প্রশংসা বা হামদ করা শুধু কোনো বিশেষ পরিস্থিতির জন্য নয়, বরং সব সময়ের জন্য। সুখের সময়ে মানুষ সাধারণত কৃতজ্ঞ হয়, কিন্তু দুঃখ-কষ্টে ধৈর্য ধরে আল্লাহর প্রশংসা করা আসলেই ঈমানের পরিপূর্ণতার পরিচয়।
যে ব্যক্তি প্রতিটি অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে এবং তাঁর মহিমা উচ্চারণ করে, কিয়ামতের দিনে তার জন্য জান্নাতের দ্বার সর্বপ্রথম উন্মুক্ত হবে। এ থেকে বোঝা যায়, প্রকৃত মুমিন সব অবস্থায় আল্লাহর প্রতি আস্থা ও ভরসা রাখে, আর এই গুণই তাকে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও জান্নাতের মর্যাদায় উন্নীত করে।
আল্লাহ-হুম্মা সাল্লি, ওয়া সাল্লিম, ওয়া বারিক আ’লা মুহাম্মাদ; আল-হামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন।