রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরে কাহারোল উপজেলার ১ নং ডাবর ইউনিয়নের কোটগাঁও এলাকা ধানক্ষেত থেকে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি কামাল হোসেন পায়েল পিতা:মৃত নূর হোসেন এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
গতকাল ৮ নভেম্বর শনিবার আনুমানিক সন্ধ্যা ৬.৩০ মিনিটে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ।
নিহত ঐ তৃতীয় লিঙ্গের কামাল হোসেন পায়েল জয়নন্দ দোহচি মধুপুর প্রাইমারি স্কুলের পাশে ভাড়া থাকতো বলে জানা যায়।
এ বিষয়ে কাহারোল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, আমরা খবর পেয়ে দ্রুত ধানক্ষেত থেকে ঐ তৃতীয় লিঙ্গ ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পরবর্তী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।