গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জের জামালপুর নুবহা জেনারেল হাসপাতাল এর স্বত্বাধিকারী আলহাজ্ব মিলন মিয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ রাজনৈতিক মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন মাদ্রাসার মুহতামিম গন।
১৬ই আগস্ট (শনিবার) বিকাল ৫টার দিকে জামালপুর হাবুর ধানের খলার সামনে এই মানববন্ধন করা হয়েছে। গাজীপুর এর কালীগঞ্জ থানার তুমুলিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের ফিরিন্দা গ্রামের ফিরিন্দা মোড়ে ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে বিএনপির অফিস সহ কয়েকটি দোকানে আগুন লাগে।
পরে এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখের এফআইআর নং-১৬, মামলায় গত ১০ আগস্ট (শনিবার) জামালপুর বাজারে নুবহা জেনারেল হাসপাতাল থেকে মিলন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুনঃ ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত
তবে তাকে উদ্দেশ্য প্রণীতভাবে তাঁর বিরুদ্ধে পূর্বের দায়েরকৃত মামলাটিকে ‘ষড়যন্ত্রমূলক’ ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মানববন্ধনকারীরা। তারা বলেন, ‘গরিবের বন্ধু এবং ইসলাম বিরু খ্যাত মিলন মিয়া দীর্ঘদিন ধরে এই এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসা, দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন।
তার সামাজিক কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল হয়রানির উদ্দেশ্যে ‘ ষড়যন্ত্র মূলক ভাবে’ উক্ত মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। অবিলম্বে মিলার মিয়াকে উক্ত মামলাথেকে প্রত্যাহারের দাবি জানান এবং হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে মাওলানা আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং মোঃ আজিজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওঃ খোরশেদ আলম, রুহুল আমিন গাজীপুরী, সিফাত উল্লাহ, মোস্তাকিম বিল্লাহ মাজেদী, ওমর আলী চৌধুরী, রুহুল আমিন বাগমার, মাহফুজ খান, মাহমুদুল্লাহ, সুলাইমান, উবায়দুল্লাহ, সিয়াম, শহীদ মির্জা প্রমুখ।