বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনমঃ
অতিবৃষ্টির ফলে ৫০টি পরিবার পানিবন্ধি হওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব পানছড়িতে লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত আদালতের ২০০৮ সালের রায়কে পুঁজি করে ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে বিমূঢ় দুটি মুখ “ —- হিলারী হিটলার আভী মায়ের হাসি- সাঈদুর রহমান লিটন যুদ্ধ তোমাকে কি দিবে- জাহাঙ্গীর চৌধুরী সন্ধ্যারেখা – নবাব শাহজাদা বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস  ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ. খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মহালছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জলাবদ্ধতা নিরাসনে সরজমিনে পরিদর্শন করেন

কালীগঞ্জে নারগানা যুব সংঘের উদ্যোগে রক্তদান সংগঠন এর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত

মোঃ আলমগীর মোল্লাঃ
পাবলিশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫

মোঃ আলমগীর মোল্লাঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন এর দক্ষিণ নারগানায় “নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন” এর আয়োজনে, যুব সমাজের তত্ত্বাবধানে এবং জামালপুর নোবহা জেনারেল হাসপাতালের সহয়তায় ফ্রি মেডিকেল ক্যম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ৫ জুলাই সকাল ১০ ঘটিকায় ফ্রি মেডিকেল ক্যম্প এবং রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম এর অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া আল মামুন। দিনব্যাপী প্রায় ২৫০ জন রুগী ফ্রি মেডিকেল ক্যম্পে চিকিৎসা সেবা নেন। ফ্রি মেডিকেল ক্যম্পে রক্তের গ্রুপ নির্নয় এবং ( RBs) ডায়াবেটিস পরিক্ষা ফ্রি করা হয়।

মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল ইসলাম, এবং মেডিসিন বিভাগের ডাক্তার শাকিল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যম্পে চিকিৎসা সেবা নিতে আসা চুপাইর গ্রামের আলমগীর মোল্লা আমাদের প্রতিনিধির প্রশ্নের জাবাবে জানান ফ্রি মেডিকেল ক্যম্পে আমি চুপাইর থেকে চিকিৎসা সেবা নিতে এসেছি।

আগে আমার রক্তের গ্রুপ AB নেগেটিভ ছিল, আজকে রক্তের গ্রুপ পরিক্ষা করার পরে জানতে পারলাম B নেগেটিভ, পূর্বে ডায়বেটিস ছিল ১১ ( গতকাল সন্ধ্যায় মেপেছিলাম)আজ ডায়াবেটিস মেপে দেখতে পেলাম ১৮ হয়েছে, আমি নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর উত্তর উত্তর উন্নতী ও সফলতা কামনা করছি, পাশাপাশি নোবহা জেনারেল হাসপাতালের সহয়তাকে স্বাগতম জানাই।

আরও পড়ুনঃ আওয়ামী শাসনামলে তথাকথিত সুশীল সমাজ স্বৈরাচারের পদলেহন করেছে: এফডিসিতে অ্যাটর্নি জেনারেল

সত্যি এই মহতি উদ্যগকে নোবহা জেনারেল হাসপাতালের পরিচালক মিলন ভাই কে বলবো আপনি আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কালীগঞ্জের প্রতিটি ইউনিয়নে এই ভাবে ফ্রি মেডিকেল ক্যম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিতেন তাহলে কালীগঞ্জের জনগণ চিকিৎসা সেবা নিতে পারবে। ফ্রি মেডিকেল ক্যম্পের চিকিৎসক ডাক্তার নাজমুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আমি আজকে এখানে এসে চিকিৎসা সেবা প্রদান করতে পারায় নিজেকে গর্বিত মনে করছী।

আগামী দিনেও এরকম প্রোগ্রামে আমাকে দাওয়াত দিলে অবশ্যই আসব। আর ধন্যবাদ জানাই নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাকারিয়া আল মামুন ভাইকে। নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাকারিয়া আল মামুন আমাদের প্রতিনিধিকে বলেন আমরা দক্ষিণ নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান ২০২৪ সালে প্রতিষ্ঠাতা করি। যার সদস্য সংখ্যা প্রায় ১২০ জন।

আমি শুরু থেকেই এই প্রতিষ্ঠান এর মাধ্যমে আমার এলাকার জনসাধারণ এর উন্নয়ন এর জন্য চিন্তা ভাবনা করে এসেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই ফ্রি মেডিকেল ক্যম্প। এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে আমার এলাকায় জনগণকে চিকিৎসা সেবা দিতে পেরে আমি আনন্দিত।

আমি ধন্যবাদ জানাই, নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর সকল উপদেষ্টা, সদস্য, উক্ত গ্রামের যুব সমাজ, নোবহা জেনারেল হাসপাতালের পরিচালক এবং ডাক্তার সহ যারা আমার ডাকে সারা দিয়ে আমাদের সংগঠন এর সাথে একত্বা প্রকাশ করে ফ্রি মেডিকেল ক্যম্প এর সহয়তা করেছেন।

আমি আশা করি নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর মাধ্যমে কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে এই ভাবে ফ্রি মেডিকেল ক্যম্প করে জনগণকে চিকিৎসা সেবা কার্যক্রম চালু রেখে কালীগঞ্জের জনগণের সেবা দিতে পারব।


এই বিভাগের আরও খবর