ঔষধের এমআরপি বাস্তবায়নের দাবিতে কামরাঙ্গীরচরে
০৬ জানুয়ারি ২০২৬ ইং, মঙ্গলবার।
ঔষধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) বাস্তবায়নের দাবিতে রাজধানীর কামরাঙ্গীরচরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কামরাঙ্গীরচর শাখা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি রনি মার্কেট থেকে শুরু হয়ে খোলামোড়া, বড়গ্রামসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঠপট্টির ডলফিন হাসপাতালের সামনে এসে আলোচনা সভায় রূপ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব শাহীন রেজা সালাম পাঠান। এ সময় আরও বক্তব্য রাখেন সহসভাপতি হাজী ইসমাইল হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ দ্বীন ইসলাম চৌধুরী, মোঃ মতিয়ার রহমান, মোঃ মাসুম, মোঃ বশির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও পল্লি চিকিৎসকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের নির্ধারিত এমআরপি ছাড়া কোনো দোকানে ঔষধ বিক্রি করা যাবে না। সবাই মিলেমিশে ব্যবসা পরিচালনার মাধ্যমে ঔষধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এমআরপি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
এ সময় ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা ঔষধ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।