ক্রীড়া ডেস্কঃ
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ওয়ানডে দল বিগত সময়ে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি মোটেও। সর্বশেষ আটটি ওয়ানডেতে জয় মাত্র একটি! র্যাঙ্কিংয়েও হয়েছে অধপতন। নেমে গেছে ১০ নম্বরে।
র্যাঙ্কিংয়ে এমন বেহাল দশা এর আগে গত দুই দশকে কখনো হয়নি বাংলাদেশের। এবারের আগে সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে ছিল সর্বশেষ ২০০৬ সালে। অথচ মাঝে ছয়েও উঠেছিল টাইগাররা।
এমন হতাশাজনক পারফরম্যান্স আর র্যাঙ্কিংয়ের অবনতি নতুন করে ভাবতে বাধ্য করেছে বিসিবিকে। অবশ্য শান্ত নেতৃত্ব ছাড়তে চাইছিলেন আগে থেকেই। এবার বিসিবিও সরিয়ে দিলো তাকে।
যুব বিশ্বকাপে দারুণ নেতৃত্ব দেয়া মিরাজ ঘরোয়া ক্রিকেটেও করেছেন অধিনায়কত্ব। নেতৃত্ব দিয়েছেন বিপিএলেও। এমনকি দেশের জার্সিতেও নেতৃত্বের অভিজ্ঞতা আছে তার। যদিও তা ছিল আপৎকালীন।
গত নভেম্বরে শারজায় নিয়মিত অধিনায়ক শান্ত চোটে পড়লে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করেন মিরাজ। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অধিনায়ক ছিলেন তিনি।
তবে এবার আর আপৎকালীন নয়, পূর্ণ মেয়াদেই ওয়ানডে অধিনায়ক করা হচ্ছে মিরাজকে। ১ বছর মেয়াদ পাচ্ছেন তিনি। ভালো করলে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বে দেখা যেতে পারে তাকে।
তবে টেস্ট দলের নেতৃত্ব দেয়া হচ্ছে নাজমুল হোসেন শান্তর কাছেই। গত মাসে টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়েছেন লিটন দাস। এবার মিরাজ হলেন ওয়ানডে অধিনায়ক। ফলে বাংলাদেশ আবারো হাঁটছে তিন অধিনায়কের পথে।
২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজ এখনো পর্যন্ত খেলেছেন ১০৫টি ওয়ানডে। যেখানে ৭৭ ইনিংসে ২৫ গড়ে তার রান ১৬২০। আর উইকেট নিয়েছেন ১১১টি।