শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনমঃ
নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা!

ইসলামে বিভিন্ন দল ও উপদল: বিভক্তির কারণ, ফলাফল ও উত্তরণের পথ

ডাঃ এম, জি, মোস্তফা মুসাঃ
পাবলিশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ডাঃ এম, জি, মোস্তফা মুসাঃ

*ইসলামে বিভিন্ন দল ও উপদল: বিভক্তির কারণ, ফলাফল ও উত্তরণের পথ*

_ভূমিকা:_ ইসলামের মূল পরিচয় হলো “মুসলিম”। আল্লাহ বলেন: “তোমাদেরকে তিনি পূর্বেও এবং এ কুরআনেও মুসলিম নামকরণ করেছেন।” (সুরা হজ, ২২:৭৮)!

কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় মুসলমানরা নিজেদের মাঝে মতপার্থক্যের কারণে বিভিন্ন দল, মাযহাব ও উপদলে বিভক্ত হয়ে পড়ে। শিয়া-সুন্নি বিভক্তি, ফিকহী মাযহাবের উদ্ভব, আহলে হাদীস নামকরণ, এমনকি আধুনিক যুগে “কুরআনিষ্ট” বা “লিবারেল মুসলিম” ইত্যাদি নতুন নতুন পরিচয় মুসলিম সমাজে জন্ম নিয়েছে। এর ফলে মুসলমানদের মধ্যে ঐক্যের পরিবর্তে দ্বন্দ্ব ও বিভাজন বেড়েছে।

*১. বিভক্তির শুরুর কারণ:*

_১.১ রাজনৈতিক বিভক্তি:_ রাসূলুল্লাহ (ﷺ)-এর ইন্তিকালের পর খিলাফতের প্রশ্নে ভিন্নমত থেকে শিয়া-সুন্নি বিভক্তির সূচনা হয়।

_২.২ ফিকহী ও ইজতিহাদী পার্থক্য:_ সাহাবা ও তাবেঈনরা আল্লাহর বাণী ও রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাহ বোঝার চেষ্টা করেছেন। বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা আলেমদের মতামতের কারণে চারটি প্রধান মাজহাব গড়ে ওঠে (হানাফি, মালেকি, শাফিঈ, হাম্বলি)।

_১.৩ হাদীস গ্রহণ ও ব্যাখ্যার ভিন্নতা:_ কেউ সরাসরি হাদীসকে প্রাধান্য দিয়েছে (আহলে হাদীস), আবার কেউ ইজতিহাদ ও কিয়াসকেও গুরুত্ব দিয়েছে (ফিকহী মাজহাবপন্থীরা)।

_১.৪ দার্শনিক ও কালামী চিন্তার প্রভাব:_ গ্রিক দর্শনের প্রভাবে মুতাযিলা, আশআরি, মাতুরিদি ইত্যাদি চিন্তাধারার উদ্ভব হয়।

_১.৫ আধুনিক চ্যালেঞ্জ:_ ঔপনিবেশিক যুগে পশ্চিমা চিন্তার প্রভাবে কুরআনিষ্ট, আধুনিকতাবাদী মুসলিম, এমনকি লিবারেল ও সেক্যুলার ব্যাখ্যা উদ্ভব হয়েছে।

*২. ইসলামে দলের প্রতি সতর্কবার্তা:*

_২.১ আল্লাহ তাআলা বলেন:_ “নিশ্চয় যারা নিজেদের দ্বীনকে বিভক্ত করেছে এবং দলে দলে হয়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই।” (সুরা আল-আন‘আম, ৬:১৫৯)!

আরও পড়ুনঃ মুসলিম জাতিসত্তা এবং ১৯০৫ সালই হল বাংলাদেশের ভিত্তি মূল, পর্ব ২১

_২.২ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:_ “ইহুদিরা বিভক্ত হয়েছিল ৭১ দলে, খ্রিস্টানরা হয়েছিল ৭২ দলে, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। এর মধ্যে একটি দল ছাড়া বাকি সবাই জাহান্নামে যাবে।” (আবু দাউদ, তিরমিযি)! সহীহ বর্ণনায় এসেছে, সেই নাজাতপ্রাপ্ত দল হলো “যারা আমার এবং আমার সাহাবীদের পথে থাকবে।”

*৩. বিভক্তির নেতিবাচক প্রভাব:*

_৩.১ ঐক্যের ধ্বংস:_ মুসলমানরা পারস্পরিক শত্রুতা ও সন্দেহে জড়িয়ে পড়ে।

_৩.২ রাজনৈতিক দুর্বলতা:_ বিভক্তির কারণে মুসলমানরা পরাশক্তির কাছে পরাজিত হয়েছে।

_৩.৩ ধর্মীয় অজ্ঞতা:_ সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে—কোন দল সত্য? কাকে অনুসরণ করবে?

_৩.৪ হিংসা ও রক্তপাত:_ ইতিহাসে অনেক খুনোখুনি, ফিতনা ও যুদ্ধের মূল কারণ ছিল এই বিভক্তি।

*৪. উত্তরণের উপায়:*

_৪.১ একক পরিচয় “মুসলিম” গ্রহণ করা:_ দলীয় টাইটেল বাদ দিয়ে কেবল “মুসলিম” পরিচয়কে গুরুত্ব দেওয়া।

_৪.২ কুরআন ও সহীহ সুন্নাহর দিকে ফিরে যাওয়া:_ সকল দল ও মাজহাবের উপরে চূড়ান্ত মানদণ্ড হলো কুরআন ও রাসূলুল্লাহ (ﷺ)-এর সহীহ সুন্নাহ।

_৪.৩ মতপার্থক্যে সহনশীলতা:_ সাহাবারা ইজতিহাদী বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু তারা একে অপরকে কাফের বলেননি। আমাদেরও সেই সংস্কৃতি গড়ে তুলতে হবে।

_৪.৪ আলেমদের প্রতি শ্রদ্ধা, অন্ধ অনুসরণ নয়:_ মাযহাবের ইমামগণ সবাই ইসলামের খেদমত করেছেন। তাদের প্রতি সম্মান রাখতে হবে, তবে তাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর বিকল্প করা যাবে না।

_৪.৫ দলীয় শ্রেষ্ঠত্ব দাবী থেকে বিরত থাকা:_ মুক্তির দল কোনো নির্দিষ্ট নামধারী দল নয়; বরং যারা কুরআন ও সুন্নাহর ওপর অটল থাকে তারাই নাজাতপ্রাপ্ত। কুরআনে তাঁদেরকেই ‘মুসলিম’ বলা হয়েছে, যাঁরা অন্যসব দল ও উপদল নামকরণ থেকে মুক্ত।

আরও পড়ুনঃ দীর্ঘ ১৮ বছর পর বাগেরহাটের মোড়েলগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতি বাবুল সম্পাদক ইয়াদ

*৫. উপসংহার:* ইসলামের আসল পরিচয় হলো “মুসলিম”। রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাহ ও সাহাবাদের অনুকরণই আমাদের প্রকৃত পথ। শিয়া-সুন্নি, মাযহাবপন্থী, আহলে হাদীস কিংবা কুরআনিষ্ট—সব পরিচয় তখনই কল্যাণকর যখন তা বিভক্তি নয় বরং ইসলামের মূলনীতির প্রতি অনুগত হতে সাহায্য করে।

আমাদের করণীয় হলো বিভাজনমুক্ত হয়ে একক পরিচয় “মুসলিম” গ্রহণ করা, কুরআন ও সহীহ সুন্নাহ অনুসরণ করা এবং দলে দলে বিভক্ত হওয়ার বদলে ঐক্যবদ্ধ উম্মাহ হিসেবে দুনিয়ায় ও আখিরাতে সফলতা লাভ করা।

“এটাই আমার সরল পথ। সুতরাং তোমরা এটিই অনুসরণ করো এবং অন্যান্য পথে চলো না, তা হলে সেগুলো তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্যুত করবে।” (সুরা আল-আন‘আম, ৬:১৫৩)!

_এটিকে সিরিজ আকারে লেখা হবে, ইন-শা-আল্লাহ; প্রথম অংশে শিয়া-সুন্নি বিভক্তি, দ্বিতীয়তে মাযহাবপন্থা, তৃতীয়তে আহলে হাদীস ও চতুর্থ অংশে কুরআনিষ্ট আন্দোলন, আর শেষে থাকবে সমাধান।_

*আল্লাহ-হুম্মা সাল্লি, ওয়া সাল্লিম, ওয়া বারিক আ’লা মুহাম্মাদ; আল-হামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন*। (মূসা: ১৭-০৮-২৫)


এই বিভাগের আরও খবর