সাংবাদিক মোহাম্মদ আলমঃ
ইসরায়েলের লাগাতার আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলম, মাই টিভি চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর।
আজ মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “যদি আমরা আজ ইরানের জন্য আওয়াজ না তুলি, কাল যখন আমাদের উপর হামলা আসবে—তখন আর কেউ থাকবে না পাশে দাঁড়ানোর মতো।”
আরও পড়ুনঃ তারাই তো প্রকৃত অর্থে বিপর্যয়কারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না
তিনি বলেন, “প্রথমে তারা ফিলিস্তিনিদের ওপর চড়াও হলো—আমরা চুপ রইলাম, কারণ আমরা ফিলিস্তিনি নই। এরপর লেবাননের ওপর হামলা হলো, তবুও আমরা নীরব—কারণ আমরা লেবাননি নই।
তারপর ইয়েমেনিদের ওপর অত্যাচার চলল, তাতেও আমরা চুপ করে রইলাম, কারণ আমরা ইয়েমেনি নই। এখন ইরানের ওপর হামলা হচ্ছে—এখনো যদি আমরা নীরব থাকি, তাহলে যখন আমাদের পালা আসবে, তখন আমাদের জন্য কেউ আওয়াজ তুলবে না।
সাংবাদিক মোহাম্মদ আলম আরও বলেন, “ইসরায়েলি শাসনের এই আগ্রাসন এখনই থামাতে হবে। মানবতা, ন্যায়বিচার ও মুসলিম উম্মাহর পক্ষ নিয়ে আমাদের সবাইকে এক হতে হবে। বাংলাদেশি সাংবাদিকদের উচিত এখনই ইরানের পক্ষে অবস্থান নেওয়া এবং বিশ্ববাসীকে এই অবিচারের বিরুদ্ধে জাগিয়ে তোলা।”