আপন হতে চেয়ে😥
কলমে/খন্দকার পুস্প।
তোমার আপন হওয়ার
জন্য কতকিছুই না করেছি।
কত বার তোমার
কাছে যেতে চেয়েছি
কিন্তু তুমি ফিরে তাকাও নি।
বার বার অবহেলায় ফিরিয়ে দিয়েছ।
তবু আমি আবার কাছে যাওয়ার চেষ্টা করেছি,
একটু ভালবাসার জন্য।
অসহায়ের মত চেয়ে থেকেছি।
কিন্তু না তোমার শক্ত পাথরের হৃদয়ে
আমার একটু জায়গা হয়নি।
আরও পড়ুনঃ নীলফামারী- ৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা
আজ যখন আমি
নিজেকে গুছিয়ে নিয়েছি
তখন তুমি আমায় ডাকলে।
বার বার ডাকলে।
তখন আমি কিভাবে তোমার
ডাকে সাড়া দিব?
আমি তো আর নেই!
আমার হৃদয় টা
মরুভূমি হয়ে গেছে।
এখন এখানে আর
কোনো ভালবাসার
জন্ম হয় না।
এখন তুমি আমাকে
খুঁজে আর লাভ কি?