উত্তরায় অবস্থিত বিজিএমইএ’র নিজস্ব কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা সমিতির নির্বাহী পরিষদ সদস্যগণের প্রাণবন্ত উপস্থিতি যেন আনন্দের ফল্গুধারা বইয়ে দেয়। চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহা. নিহারুল ইসলামের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যগণের উষ্ণ অভিনন্দনে
সিক্ত হন বিজিএমইএ’র সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান খান(বাবু খান) । চুয়াডাঙ্গা জেলা সমিতির পক্ষ থেকে চুয়াডাঙ্গার এই কৃতি সন্তান এবং বিজিএমইএ’র সম্মানীত সভাপতিকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন
প্রফেসর ড. খন্দকার শরিফুল ইসলাম, ড. মনসুর আলী, মোহা. আবু জাফর সিদ্দিকী, প্রকৌশলী মোহা. তারিক, মোহা. লিয়াকত আলী, ফারূক মাহমূদ, মোহা. ফরিদুল হক রতন, গোলাম কাউছার, মেহেদী সারোয়ার প্রাণ, মোহা. উজ্জল বিশ্বাস, মেহা. পিনু মুন্সি প্রমূখ।
গার্মেন্টস শিল্পে নেতৃত্ব দেওয়ার জন্য চুয়াডাঙ্গার এই গুণিজন দেশ মাতৃকার জন্য যথাযোগ্য ভূমিকা রাখবে সেই বিশ্বাসের কথা ব্যক্ত করেন সমিতির সভাপতি। সমিতির পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহা. নিহারুল ইসলাম। একইসঙ্গে চুয়াডাঙ্গা জেলা সমিতির উপদেষ্টা হিসেবে নানাভাবে চুয়াডাঙ্গার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মাহমুদুল হাসান বাবু খান।