এম এ রউফ কাতার:
কথায় আছে স্বার্থপর মানুষদের সাথে চাইলেও সুন্দর সম্পর্ক গড়ে তুলা যায় না। এই সেকশনে বাস্তব।আমাদের জীবনে।
বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্ক – সবকিছুতেই বিষ ঢেলে দেয় স্বার্থপরতা। নিজের স্বার্থের জন্য তারা যেকোনো সম্পর্ক নষ্ট করতে পারে। এই সমাজ।ব্যক্তিগত বা জাতীয় স্বার্থপরতা এবং লোভ আমাদের জীবনের অধিকাংশ সমস্যার প্রধান কারণ। লোভে পাপ পাপে মৃত্যু অনিবার্য।স্বার্থপর মানুষের সাথে থাকা মানসিকভাবে ক্লান্তিকর ও বিষণ্ণতাজনক। তাদের নেতিবাচক আচরণ মানসিক শান্তি নষ্ট করে। এরা কেবল নিজের টাই বূঝে। তাই আল্লাহ বলেন, স্বার্থপর মানুষের সঙ্গ ত্যাগ করে চলেন।
আরও পড়ুনঃ আশুলিয়া থানায় নতুন গতি: অফিসার ইনচার্জ মোঃ আব্দুর হান্নানের নেতৃত্বে স্বস্তি ফিরছে এলাকাবাসীর মধ্যে
সমাজে স্বার্থপর মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে নষ্ট হয় সামাজিক ভারসাম্য ও দেশ। । বৃদ্ধি পায় অবিশ্বাস, ষড়যন্ত্র ও বিভেদ। যতটা সম্ভব তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন,। মানসিক শান্তির জন্য।জীবনকে সুন্দর করে তুলতে সকলের মিলিত প্রচেষ্টা প্রয়োজন,। স্বার্থপরতারবেড়াজাল থেকে বেড়িয়ে আসতে হবে। স্বার্থপর সাথে সম্পর্কের ক্ষেত্রে সীমা নির্ধারণ করা জরুরি।
স্বার্থপরতা মানব জাতির সর্বশ্রেষ্ঠ অভিশাপ।