বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনমঃ
অতিবৃষ্টির ফলে ৫০টি পরিবার পানিবন্ধি হওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব পানছড়িতে লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত আদালতের ২০০৮ সালের রায়কে পুঁজি করে ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে বিমূঢ় দুটি মুখ “ —- হিলারী হিটলার আভী মায়ের হাসি- সাঈদুর রহমান লিটন যুদ্ধ তোমাকে কি দিবে- জাহাঙ্গীর চৌধুরী সন্ধ্যারেখা – নবাব শাহজাদা বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস  ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ. খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মহালছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জলাবদ্ধতা নিরাসনে সরজমিনে পরিদর্শন করেন

আচ্ছা হাসিনা খারাপ কাজ করছে তাই বলে আমরা সবাই হাসিনার বিরুদ্ধে লেখালেখির থেকে শুরু করে আন্দোলন পর্যন্ত করছি কারণ

সুমন ফ্রান্স থেকেঃ 
পাবলিশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫

সুমন ফ্রান্স থেকেঃ

আচ্ছা হাসিনা খারাপ কাজ করছে তাই বলে আমরা সবাই হাসিনার বিরুদ্ধে লেখালেখির থেকে শুরু করে আন্দোলন পর্যন্ত করছি কারণ এটা আমাদের কর্তব্য ধর্মীয়ভাবে অন্যায়ের প্রতিবাদ করা , এখন প্রশ্ন হল যখন আপনি নিজ দলের ভেতর এরকম পরগাছা জন্মাবে যাদের অন্তরে এক মুখে আরেক তাদের কি আপনি সেক্রিফাইস

 

করবেন? না তাদেরও অন্যায়ের প্রতিবাদ করবেন ? ইউরোপের এক এক করে এরকমই ফ্যাশীষদের চরিত্র আস্তে আস্তে সামনে আসতেছে যারা ব্যাঙের গালে চুমা দেয় আবার সাপের গালেও চুমা দেয় , এইসব লোকের কারণে স্বৈরাচার হাসিনা দীর্ঘকাল ক্ষমতায় রয়েছেন অনেক মায়ের বুক খালি করেছেন ।

উপরে যার ছবিটি দেখতেছেন তিনি আমাদের সম্মানিত সাবেক ইতালি বিএনপি’র সেক্রেটারি তিনি দীর্ঘকাল এ পদ বহন করছেন, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ইতালি থেকে করছেন এবং আমি সরজমিনে নিজেও দেখছি প্রতিটা জায়গায় তার এলাকার লোক থাকতেই হবে এবং তার অনুগত্য লোক থাকতে হবে সে আওয়ামী লীগ করুক অথবা বিএনপি করুক, অনেকের মাঝে থেকে একটি বলা যায় ভেনিস বড় ভাই চার ট্রাম আওয়ামী লীগের সভাপতি তিন ট্রাম বিএনপির সভাপতি তার স্ত্রী আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এ ভেনিস থেকে এক জন দায়িত্বশীল ভাইয়ের CV চাওয়ায় তিনি CV দাওয়াতে তার ওপর হুমকি দামকি দেয় ভেনিসের সভাপতি ঢালী ভাইয়ের খাস লোক এই আজিজ ভাই ।

ছবিতে আরেকজনের দেখছেন ভিসান্সর ঢালী ভাইয়ের খুব কাছের লোক কায়েস সে শরীয়তপুরের আওয়ামী লীগের নেতা হিমেলের সাথে ছবি তিনি আওয়ামী লীগ হয়ে কাজ করেছেন হিমেলের, নির্দেশনা ছিল ডালি নাসির উদ্দিন ভাইয়ের ইতালির সেক্রেটারি এরকম হাজারো সমস্যা পতিটা প্রভীন্সি থেকে প্রতিদিনই অভিযোগ আসতেছে গতকাল রাত ২ টা পর্যন্ত ইতালির বিভিন্ন প্রভীন্সির সভাপতি সেক্রেটারির সাথে আমার

কথা হয় এতে আমি ফিনল্যান্ডের অত্যন্ত সাহসী সলিড বিএনপির এক ভাই কে এড করি , আরো করি জার্মানের পশ্চিমের এক ভাইকে সাক্ষী হিসেবে , কারণ ঢালী নাসির ভাইয়ের সাথে আমার একটা চমৎকার সম্পর্ক কিন্তু এই যে গরল কাজের সাথে কোনক্রমেই সেক্রিফাইস করা যায় না ।

তাই বর্তমান দায়িত্বশীল ভাইয়ের কাছে বিশেষভাবে অনুরোধ রইল সামনে কমিটিতে পরগাছা মুক্ত, হাসিনার পেতাত্মা মুক্ত, দালাল মুক্ত, উৎশৃংখল মূর্খ মুক্ত বিএনপি কমিটি চাই যারা বিগত আন্দোলন সংগ্রামে যান এবং মাল দিয়ে হাসিনা বিরোধী আন্দোলনে বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছেন ।

একই সাথে বিগত ইউরোপ বিএনপি’র এই নোংরাদের কারণে অনেক ভদ্র, স্মার্ট প্রফেশনাল রাজনৈতিক বিদ নিজেদের সরিয়ে রেখেছেন তাদেরকে সামনে আনেন যেমন ফ্রান্সের ইকবাল হোসেন রিপন ভাই, সম্মানিত রেজা ভাই যার পুরা ফ্যামিলিটা মিরপুরে বিএনপি বিএনপি করতে করতে জেল জুলুম ভোগ করছেন, আমি বলি না তাদেরকে সভাপতি সেক্রেটারি বানান, বাট তাদেরকে সহকারি সভাপতি অথবা সেক্রেটারি বানাতে পারেন,

আরও পড়ুনঃ গজারিয়ায় ভাই ভাই স’ মিলের উদ্বোধন আগামীকাল

এসব ভদ্রলোকদের এই মুহূর্তে বিএনপির জন্য অতি জরুরি দরকার, গাল গল্প অনেক শোনা যায় যেমন আপনার সম্বন্ধ আপনি চাঁদপুরে বাড়ি করছেন রড সাপ্লাই করছে ডেনমার্ক, ইটা সাপ্লাই করছে ফ্রান্স, ভালো সিমেন্ট সাপ্লাই করছে ইতালি অথচ দেখেন আপনি কোন বাড়িই করেন নাই । এর থেকে মিথ্যা বদমাশি আর কি হতে পারে? এসব লোকদের বিএনপি থেকে বহিষ্কার করা উচিত।

তেমনি ভাবে রিপন ভাই ও রেজা ভাই সম্বন্ধে হয়তো আপনার কানে কেউ উল্টাসিধা বলতে পারে তবে আমি সাক্ষী তাদের সম্বন্ধে আমার বেশ দেশে থাকতে জানা আছে আমি সত্য প্রকাশ করতে ভয় করিনা , এরকম হাজারো রিপন, রেজা সমগ্র ইউরোপে আছে তাদেরকে আস্তে আস্তে সামনে আনেন পর্যায়ক্রমে আপনার কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল ।

ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন , এরকম আরো অনেক নিউজ আপনারা আমাকে দেন আমি সময়ের কারণে অনেকটা দিতে পারি না আপনারা সুইডেনের নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তিনি এসব নিয়ে কাজ করতেছেন বর্তমানে বিএনপি’র, তাই তার সাথে আপনারা যোগাযোগ করেন আল্লাহ হাফেজ ।


এই বিভাগের আরও খবর