সুমন ফ্রান্স থেকেঃ
আচ্ছা হাসিনা খারাপ কাজ করছে তাই বলে আমরা সবাই হাসিনার বিরুদ্ধে লেখালেখির থেকে শুরু করে আন্দোলন পর্যন্ত করছি কারণ এটা আমাদের কর্তব্য ধর্মীয়ভাবে অন্যায়ের প্রতিবাদ করা , এখন প্রশ্ন হল যখন আপনি নিজ দলের ভেতর এরকম পরগাছা জন্মাবে যাদের অন্তরে এক মুখে আরেক তাদের কি আপনি সেক্রিফাইস
করবেন? না তাদেরও অন্যায়ের প্রতিবাদ করবেন ? ইউরোপের এক এক করে এরকমই ফ্যাশীষদের চরিত্র আস্তে আস্তে সামনে আসতেছে যারা ব্যাঙের গালে চুমা দেয় আবার সাপের গালেও চুমা দেয় , এইসব লোকের কারণে স্বৈরাচার হাসিনা দীর্ঘকাল ক্ষমতায় রয়েছেন অনেক মায়ের বুক খালি করেছেন ।
উপরে যার ছবিটি দেখতেছেন তিনি আমাদের সম্মানিত সাবেক ইতালি বিএনপি'র সেক্রেটারি তিনি দীর্ঘকাল এ পদ বহন করছেন, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ইতালি থেকে করছেন এবং আমি সরজমিনে নিজেও দেখছি প্রতিটা জায়গায় তার এলাকার লোক থাকতেই হবে এবং তার অনুগত্য লোক থাকতে হবে সে আওয়ামী লীগ করুক অথবা বিএনপি করুক, অনেকের মাঝে থেকে একটি বলা যায় ভেনিস বড় ভাই চার ট্রাম আওয়ামী লীগের সভাপতি তিন ট্রাম বিএনপির সভাপতি তার স্ত্রী আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এ ভেনিস থেকে এক জন দায়িত্বশীল ভাইয়ের CV চাওয়ায় তিনি CV দাওয়াতে তার ওপর হুমকি দামকি দেয় ভেনিসের সভাপতি ঢালী ভাইয়ের খাস লোক এই আজিজ ভাই ।
ছবিতে আরেকজনের দেখছেন ভিসান্সর ঢালী ভাইয়ের খুব কাছের লোক কায়েস সে শরীয়তপুরের আওয়ামী লীগের নেতা হিমেলের সাথে ছবি তিনি আওয়ামী লীগ হয়ে কাজ করেছেন হিমেলের, নির্দেশনা ছিল ডালি নাসির উদ্দিন ভাইয়ের ইতালির সেক্রেটারি এরকম হাজারো সমস্যা পতিটা প্রভীন্সি থেকে প্রতিদিনই অভিযোগ আসতেছে গতকাল রাত ২ টা পর্যন্ত ইতালির বিভিন্ন প্রভীন্সির সভাপতি সেক্রেটারির সাথে আমার
কথা হয় এতে আমি ফিনল্যান্ডের অত্যন্ত সাহসী সলিড বিএনপির এক ভাই কে এড করি , আরো করি জার্মানের পশ্চিমের এক ভাইকে সাক্ষী হিসেবে , কারণ ঢালী নাসির ভাইয়ের সাথে আমার একটা চমৎকার সম্পর্ক কিন্তু এই যে গরল কাজের সাথে কোনক্রমেই সেক্রিফাইস করা যায় না ।
তাই বর্তমান দায়িত্বশীল ভাইয়ের কাছে বিশেষভাবে অনুরোধ রইল সামনে কমিটিতে পরগাছা মুক্ত, হাসিনার পেতাত্মা মুক্ত, দালাল মুক্ত, উৎশৃংখল মূর্খ মুক্ত বিএনপি কমিটি চাই যারা বিগত আন্দোলন সংগ্রামে যান এবং মাল দিয়ে হাসিনা বিরোধী আন্দোলনে বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছেন ।
একই সাথে বিগত ইউরোপ বিএনপি'র এই নোংরাদের কারণে অনেক ভদ্র, স্মার্ট প্রফেশনাল রাজনৈতিক বিদ নিজেদের সরিয়ে রেখেছেন তাদেরকে সামনে আনেন যেমন ফ্রান্সের ইকবাল হোসেন রিপন ভাই, সম্মানিত রেজা ভাই যার পুরা ফ্যামিলিটা মিরপুরে বিএনপি বিএনপি করতে করতে জেল জুলুম ভোগ করছেন, আমি বলি না তাদেরকে সভাপতি সেক্রেটারি বানান, বাট তাদেরকে সহকারি সভাপতি অথবা সেক্রেটারি বানাতে পারেন,
আরও পড়ুনঃ গজারিয়ায় ভাই ভাই স’ মিলের উদ্বোধন আগামীকাল
এসব ভদ্রলোকদের এই মুহূর্তে বিএনপির জন্য অতি জরুরি দরকার, গাল গল্প অনেক শোনা যায় যেমন আপনার সম্বন্ধ আপনি চাঁদপুরে বাড়ি করছেন রড সাপ্লাই করছে ডেনমার্ক, ইটা সাপ্লাই করছে ফ্রান্স, ভালো সিমেন্ট সাপ্লাই করছে ইতালি অথচ দেখেন আপনি কোন বাড়িই করেন নাই । এর থেকে মিথ্যা বদমাশি আর কি হতে পারে? এসব লোকদের বিএনপি থেকে বহিষ্কার করা উচিত।
তেমনি ভাবে রিপন ভাই ও রেজা ভাই সম্বন্ধে হয়তো আপনার কানে কেউ উল্টাসিধা বলতে পারে তবে আমি সাক্ষী তাদের সম্বন্ধে আমার বেশ দেশে থাকতে জানা আছে আমি সত্য প্রকাশ করতে ভয় করিনা , এরকম হাজারো রিপন, রেজা সমগ্র ইউরোপে আছে তাদেরকে আস্তে আস্তে সামনে আনেন পর্যায়ক্রমে আপনার কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল ।
ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন , এরকম আরো অনেক নিউজ আপনারা আমাকে দেন আমি সময়ের কারণে অনেকটা দিতে পারি না আপনারা সুইডেনের নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তিনি এসব নিয়ে কাজ করতেছেন বর্তমানে বিএনপি'র, তাই তার সাথে আপনারা যোগাযোগ করেন আল্লাহ হাফেজ ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.