মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি
আইএফআইসি ব্যাংক পিএলসি বান্দরবান শাখার উদ্যোগে “তারুণ্যের উৎসব” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর ) সকালে বান্দরবান নার্সিং কলেজের অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংক পিএলসি বান্দরবান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান নার্সিং কলেজ প্রিন্সিপাল রাশেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর মো: নাসির উদ্দীন, সাংবাদিক মুহাম্মদ আলী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইএফআইসি ব্যাংক পিএলসি বান্দরবান শাখার অফিসার মো: ফরহাদ, অফিসার মো:খাদেমুল মাওলা অপু।
এছাড়াও বান্দরবান নার্সিং কলেজের অন্যান্য শিক্ষক’সহ শতাধক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের ব্যাংকিং ব্যবস্থার সাথে পরিচিত করান। তারা ব্যাংকের বিভিন্ন সুবিধা, সঞ্চয়ের গুরুত্ব এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিংয়ের সহজলভ্য সেবা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে তরুণরা ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবে, যা সময় ও খরচ সাশ্রয় করবে।পাশাপাশি উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য ব্যাংকের বিভিন্ন সুবিধা কীভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তাও তুলে ধরা হয়।
শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। ব্যাংকিং সম্পর্কে বাস্তব ধারণা পাওয়ায় তারা ভবিষ্যতে সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে আরও আগ্রহী হবেন।
উৎসবে শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক চর্চা, সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।