রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

অবাধ নিরেপক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন চেয়ে হবিগঞ্জ সদর উপজেলা পিএফ জি,সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
পাবলিশ: সোমবার, ২৭ মে, ২০২৪

মোঃ আজিজুল ইসলাম হৃদয়
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ, পিএফ জি। হবিগঞ্জ সদর উপজেলার আয়োজনে, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই সংবাদ সম্মেলন (২৭ মে ২০২৪, শনিবার,বিকাল ৩:৩০মি:) হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে, অনুষ্ঠিত হয়। পিএফজি হলো দি হাঙ্গার প্রজেক্ট (টিএইচপি) বাংলাদেশ এর অনুপ্রেরণায় অঞ্চলভিত্তিক রাজনৈতিক, ধর্মীয় এবং নৃগোষ্ঠীগত সহিংসতা প্রশমনের মাধ্যমে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে উপজেলা পর্যায়ের নিবন্ধিত রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে গঠিত একটি বহুদলীয় প্লাটফর্ম।
প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে, আগামী ২৯ মে ২০২৪, বুধবার হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন সহ জেলায় আরও কয়েকটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থীদের প্রতীক বরাদ্দও চূড়ান্ত হয়েছে এবং প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ও শেষ করেছেন । ইতোমধ্যে সারাদেশে ১ম ও ২য় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, উক্ত নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন উপজেলায় নির্বাচন পূর্ববর্তী, চলাকালীন এবং পরবর্তীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী-সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে এবং সাধারণ ভোটারসহ অনেকে নেতা-কর্মী, পুলিশ সদস্য হতাহত হয়েছে (পত্রিকা সূত্রমতে)। এটা দুর্ভাগ্যজনক যে, এদেশের রাজনীতিতে বহুত্ববাদ, সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধের সংস্কৃতি ভুলুষ্ঠিত প্রায়। রাজনীতি যদি জনকল্যাণের জন্য হয়, তাহলে জনরায় মেনে নেওয়ার মানসিকতা না থাকা কোনোভাবেই জনকল্যাণের রাজনীতি নয়। ফলে নানাভাবে নির্বাচন প্রভাবিত হয় এবং জনমনে নির্বাচনকেন্দ্রিক আশংকা এবং আস্থাহীনতা বিরাজ করে। বিগত উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতির হার পর্যালোচনা করলে বোঝা যায়, নির্বাচনের প্রতি জনগণের প্রত্যাশা দিন দিন কমে আসছে। সরকারি তথ্যমতে, ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো ৬৮ দশমিক ৩২ শতাংশ, ২০১৪ সালে ৬১ শতাংশ এবং ২০১৯ সালে ৪০ দশমিক ২২ শতাংশ। গত ০৮ মে ২০২৪ এ অনুষ্ঠিত ১ম ধাপের নির্বাচনে ১৩৯টি উপজেলায় চেয়ারম্যান পদে ভোট প্রাপ্তির হার ছিল মাত্র ৩৬ দশমিক ১ শতাংশ এবং ২য় ধাপে ৩৭.৬৭ শতাংশ । অর্থাৎ গত চারটি উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতির হার ক্রমান্বয়ে কমেছে এবং এবারের প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল সর্বনিম্ন। নির্বাচন এবং নির্বাচনে ভোট প্রদান একজন নাগরিকের সাংবিধানিক অধিকার এবং গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব। কিন্তু, নির্বাচনকেন্দ্রিক সহিংসতাজনিত ভীতি এবং ভোট দিতে না পারার আশংকা গুরুত্বপূর্ণ এই অধিকার এবং কর্তব্য থেকে নাগরিককে বিচ্যুত করছে। ফলশ্রুতিতে জনমুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনবিচ্ছিন্ন প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা একটি জীবন নিছক একটি সংখ্যা নয়; একটি জীবন হলো অসংখ্য সম্পর্কের সেতুবন্ধন, একটি পরিবারের নির্ভরতা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শ্রমশক্তি। আমরা পিএফজি’র পক্ষ থেকে আপনাদের মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলা সহ জেলার সকল স্তরের নাগরিক, জনপ্রতিনিধি, প্রার্থী-সমর্থক, পুলিশ এবং জনপ্রশাসনের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জে শান্তির জনপদ চাই, আমরা কোনোরূপ সহিংসতা চাই না, কোনো জীবনহানি চাই না। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিকট উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন, ভোটারদের ভোট প্রদান নির্বিঘ্নকরণে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করবেন, সমর্থকদের শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় সহযোগিতা করার নির্দেশনা প্রদান করবেন এবং সর্বোপরি জনরায় মাথা পেতে নেবেন। আমরা পুলিশ এবং জনপ্রশাসনের কাছে অনুরোধ জানাতে চাই, আপনারা সব ধরনের প্রভাবমুক্ত থেকে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনানুগ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষিত হলে সেই কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদারকরণে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন, নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা গ্রহণ করবেন। আমরা উপজেলার সাধারণ ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছি, ভোট আপনার নাগরিক অধিকার। আগামী ২৯ মে ২০২৪ হবিগঞ্জ,সদর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ভোট প্রদান করে আগামী পাঁচ বছরের জন্য সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রতিনিধি নির্বাচনে আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করুন, উক্ত সংবাদ সম্মেলনে সভাপতি করেন পি এফ জি সদস্য রফিকুল ইসলাম, লিখিত বক্তব্য প্রধান করেন সাবেক কমিশনার সামসু মিয়া, উপস্থিত ছিলেন পি এফজি,সদস্য মোতালিব তালুকদার দুলাল, ইযুথ লিডার মিজানুর রহমান মিজান, পিএফ জি সিলেট বিভাগীয় সমন্বয়কারী আকলিমা চৌধুরী, এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ,পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে, আজকের সংবাদ সম্মেলনের সংবাদটি আপনাদের সংবাদ মাধ্যমে প্রচারের অনুরোধ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর