লোকগীতি
অধরা আলো
আসাদুজ্জামান খান মুকুল
হৃদয়পটে ভাবনা জাগে– কে সে এমন জন,
আলো দিয়ে হাসায় ভুবন — চায় তাঁরে এ মন।।
ধ্যানমগ্ন রই তাঁরই তরে,
হই বিবাগী পথের পরে,
অচেনা সেই টানে কাঁদে– আমার প্রাণের ধন।
হৃদয় পটে ভাবনা জাগে– কে সে এমন জন,
আলো দিয়ে হাসায় ভুবন — চায় তাঁরে এ মন।।
কে রেখেছে ধরায় আমায়,
আড়াল থেকে নাড়ায়ে যায়,
কে সেই সত্তা খোঁজে বেড়াই,
কখনো তাঁর দেখা না পাই।
আরও পড়ুনঃ রূপগঞ্জে আইফোন ক্রয়ে অপহরণ ধর্ষণের নাটক , দুই সহপাঠী আটক
পেতে কেবল তাঁরই দেখা,
ধ্যানে ডুবে থাকি একা,
তাঁর বিহনে ব্যথায় ভরে আমার এ জীবন।
হৃদয় পটে ভাবনা জাগে– কে সে এমন জন,
আলো দিয়ে হাসায় ভুবন — চায় তাঁরে এ মন।।