বিশেষ প্রতিনিধিঃ
Colours Food Industries-এর উদ্যোগে আয়োজিত সেলস মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মিটিংয়ে ম্যানেজিং ডিরেক্টর জনাব মাসুম রেদোয়ান , ডিরেক্টর জনাব মহিউদ্দিন, এবং জিএম জনাব আফজাল হোসেন -এর উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুপ্রাণিত করেছে। তাদের মূল্যবান দিকনির্দেশনা আমাদের ভবিষ্যতের পথচলায় সাহস যোগাবে।
বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন আজকের প্রধান আকর্ষণ, দইনিক বাংলার সংবাদ এর সম্পাদক ও প্রকাশক, স্মার্ট বাজার লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক সম্মানিত আবুল হাসেম , যিনি সেলস বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং তার জ্ঞান ও অভিজ্ঞতা বিক্রয় কর্মীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এছাড়া, বাংলাদেশের সকল বিভাগের মার্কেটিং বিভাগের ডিএসএম-দের উপস্থিতি মিটিংটিকে আরও ফলপ্রসূ করেছে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের মিটিংটি সফল হয়েছে। আশা করছি, এই মিটিং থেকে প্রাপ্ত শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে Colours Food Industries-কে আরও সাফল্যের শিখরে পৌঁছে দেবে।