মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা সংবাদদাতাঃ
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটি।
সোমবার সকালে উপজেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ মডেল একাডেমির প্রধান শিক্ষক ফয়জুর রহমান, পোমগাঁও বায়তুশ শরফের প্রধান মোঃ ফজলুল হক।
আরও পড়ুনঃ নুরুল আবছার চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত মহানগরে সড়ক নামকরণের জোর দাবি
মানববন্ধনে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকরা অংশ নেন। বক্তারা বলেন ২৪ এর জুলাইয়ের চেতনা হচ্ছে বৈষম্য দূর করা কিন্তু বৈষম্য দূর হয়নি।
তারা বলেন পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা থেকে আমাদের আমাদেরকে বঞ্চিত করা হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, তাই অনতিবিলম্বে সরকারের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।