এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টারঃ
জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া’র আয়োজনে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের পাশবর্তী এলাকাসমূহের ১ হাজার দুস্থ ও অসহায় জনসাধারনকে চিকিৎসা সেবা এবং ১৫০টি চশমা সহ রোগিদের মাঝে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়। মেডিসিন, গাইনী এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক ডাক্তার দ্বারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
আরও পড়ুনঃ গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
সেনাবাহিনী জানায়, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এ অঞ্চলের দুস্থ জনসাধারণ বিশেষায়িত চিকিৎসা হতে প্রায়শই বঞ্চিত থাকে। তাই এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ১৯ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ জনগণের সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখছে বলে স্থানীয় জনগণ অনুভূতি প্রকাশ করে।
এধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। এসময় সেনাবাহিনীর অফিসার,সদস্য, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।