আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯ টায় জেলা শহরের পৌর টাউন হল সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, মহিলা বিষয়ক উপ-পরিচালক সুষ্মিতা খীসা, জেলা সমাজসেবা উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ প্রমুখ।
আরও পড়ুনঃ গ্রামবাংলার শিক্ষার নতুন দিগন্তে উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা
এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি সম্প্রচারে যুক্ত হয়ে শপথে দুর্নীতি, বৈষম্য ও সহিংসতা মুক্ত সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থনে আহত ছাত্র ও নারী প্রতিনিধিরাও অংশ নেন।
অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন এবং জাতীয় উন্নয়ন ও মানবিক সমাজ বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণের শপথ গ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে মানবিকতা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা জাগিয়ে তুলতে এই ‘জুলাই পুনর্জাগরণ’ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ গাইবান্ধায় ডিএনসি’র অভিযানে গাঁজা ও স্পিরিটসহ দুই মাদক কারবারি গ্রেফতার
অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে সমাজ সচেতনতামূলক পরিবেশনা তুলে ধরেন।
এই আয়োজন জেলার জনগণের মাঝে উদ্দীপনা ও সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রেখেছে বলে মত দিয়েছেন আয়োজকরা।