শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনমঃ
বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ  বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, নারী আহত – আদালতে মামলা মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন”

গ্রামবাংলার শিক্ষার নতুন দিগন্তে উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

উত্তরের প্রত্যন্ত জনপদ কুড়িগ্রামের উলিপুরে গড়ে উঠেছে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান—উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা ও এম এ মডেল ইংলিশ ভার্সন স্কুল।
প্রিন্সিপাল আব্দুল হাই ফাউন্ডেশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ প্রতিষ্ঠান ইতিমধ্যেই এলাকায় সাড়া জাগিয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান, কুরআনিক শিক্ষা, এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে উঠছে ভবিষ্যৎ প্রজন্ম।

শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নাজীরা সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ। আয়োজনে ছিল শৃঙ্খলা, আন্তরিকতা ও ভবিষ্যতের স্বপ্নময় পরিকল্পনার ছাপ।

অনুষ্ঠানের শুরুতেই কচি কণ্ঠে সুরেলা সুরা কেরাত পরিবেশনা, পরে ছিল একাধিক ইসলামিক গজল, যেগুলো হৃদয় ছুঁয়ে যায় শ্রোতাদের।
বিশেষ আকর্ষণ ছিল – চার ভাষায় (আরবি, বাংলা, ইংরেজি ও উর্দু) কোরআন তেলাওয়াত। প্রতিটি তেলাওয়াত শেষে অনুবাদ ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য উপস্থাপন করে শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ গাইবান্ধায় ডিএনসি’র অভিযানে গাঁজা ও স্পিরিটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ইংরেজি ভাষায় কুরআনের দাওয়াতভিত্তিক বক্তব্য ছিল অনুষ্ঠানটির অন্যতম দৃষ্টান্তমূলক অংশ, যেখানে শিক্ষার্থীরা ইসলামের সৌন্দর্য আধুনিক বিশ্বের সামনে কীভাবে তুলে ধরা যায় তা তুলে ধরে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আপুয়ার খাতা আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হাই সিদ্দিকী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াহিয়া জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মাওলানা মোঃ মসিউর রহমান, আমির, উলিপুর উপজেলা জামায়াতে ইসলামী, মাওলানা আব্দুর রাজ্জাক,  নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, তবকপুর ফাজিল মাদ্রাসা ।

অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে কুরআন শরীফের নাজীরা ছবক প্রদান করা হয়। তাদের নাম—হুজাইফা ১, হুজাইফা টু, আরাফাত, শরিফুল, ছামি, সোহার্দ, আব্দুল্লাহ, সাজিদ ও আল ইমরান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই প্রতিষ্ঠানের ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং ডিজিটাল শিক্ষা বাস্তবায়ন সত্যিই প্রশংসনীয়। এটি একটি মডেল হয়ে উঠতে পারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষায়।”

আরও পড়ুনঃ চাঁদ আল্লাহর সৃষ্টি ও নিদর্শন-

সভাপতি মাওলানা আব্দুল হাই সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রেখে তাদের হৃদয়ে ইসলামের আলো জ্বালানো প্রয়োজন, এবং এই প্রতিষ্ঠান সেটিই করছে।”

শিক্ষার্থীরা বলেন, “আমরা কুরআন শিক্ষার পাশাপাশি কম্পিউটার, ইংরেজি ও সাধারণ শিক্ষাতেও দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছি।”

অভিভাবকদের মধ্যে একজন বলেন, “আমার সন্তান এখানে নিয়মিত নামাজ, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বড় হচ্ছে—এটাই একজন মায়ের সবচেয়ে বড় শান্তি।”

প্রতিষ্ঠানের প্রধান মাওলানা মোঃ আমিনুল ইসলাম জানান, “আমরা পাঠদানে স্মার্ট বোর্ড, ডিজিটাল কনটেন্ট, অনলাইন ক্লাসসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। পাশাপাশি ধর্মীয় ও চারিত্রিক শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।”

প্রতিষ্ঠানটির স্বপ্ন ও অগ্রযাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা—যিনি ধর্মে অনুগত, সমাজে সেবক এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসী।”

আরও পড়ুনঃ সৌদি ছাত্র পরিষদ বগুড়ার ব্যতিক্রমী উদ্যোগে জেলার প্রথম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা ও এম এ মডেল ইংলিশ ভার্সন স্কুল আজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি একটি আদর্শের নাম, একটি আন্দোলনের সূচনা। যেখানে প্রত্যন্ত অঞ্চলের শিশুরা পাচ্ছে আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে একটি সম্ভাবনাময় ভবিষ্যতের প্রস্তুতি।


এই বিভাগের আরও খবর