মাইমুল আহসান খানঃ
আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, ‘ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কী করে চলে আসি’
মনসুর হেলাল, নি-হ-ত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্বামী
দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
আরও পড়ুনঃ তানোরে ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন সভাপতি শামিম,সম্পাদক আরিফ ও উপদেষ্টা হেলাল নির্বাচিত
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”
নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।
আরও পড়ুনঃ ঈশ্বরদীতে সন্ত্রাসী কে ‘ইঞ্জিনিয়ার কাকন’নাকি ৬২ মামলার আসামী জাকারিয়া পিন্টু ও তার ভাই
বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।
শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।
#tragedy #MilestoneSchool #milestonecollege
কপি ☝️
[এই মহিয়সী নারী হলেন বাংলাদেশের একমাত্র সৎ ও দেশপ্রেমিক শাসক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি যিনি কোনদিন তাঁর এই পরিচয় ব্যবহার করেন নি।]